ফ্রি কিকে বিরাট যেন বেকহ্যাম, পন্থের ইনস্টাগ্রাম পোস্টও ভাইরাল

ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ভারতীয় টেস্ট দলের সদস্যরা মুম্বইয়ে কঠোর নিভৃতবাসে রয়েছেন। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করছেন ক্রিকেটাররা। তেমনই বিরাট কোহলি ও ঋষভ পন্থের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

মঙ্গলবার রাতে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যেখানে দেখা যাচ্ছে, নৈশালোকে তিনি ফুটবল অনুশীলন করছেন। অনেক দূর থেকে ফ্রি কিক নিলেন। অল্পের জন্য তা জালে না জড়িয়ে ক্রসবারে লেগে ফিরে এলো। বিরাট হাসির ইমোজি জুড়ে মজা করে লিখেছেন, এটা অ্যাক্সিডেন্টাল ক্রসবার চ্যালেঞ্জ ছিল! বিরাট-ভক্তরা কিং কোহলির মধ্যে ডেভিড বেকহ্যামের ছায়াও খুঁজে পেয়েছেন। তবে শটটা গোলে রাখতে না পেরে দু হাত দিয়ে মুখ ঢাকতে দেখা গিয়েছে বিরাটকে।

Accidental crossbar challenge 😂 pic.twitter.com/koeSSKGQeb

— Virat Kohli (@imVkohli) May 25, 2021

বিরাটের ফুটবল স্কিল দেখে অবশ্য একেবারেই অবাক নন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা বলেছেন, বিরাট বরাবরই একজন ভালো ও লড়াকু ফুটবলার। আমার আকাদেমিতে যখন প্রশিক্ষণ নিতে বিরাট আসতেন তিনি ওয়ার্ম আপে মাঠের চার দিক দিয়ে দৌড়ানোর থেকে ফুটবল খেলাই বেশি পছন্দ করতেন। এমনকী অনুশীলনের সময় ওয়ার্ম আপ ফুটবল ম্যাচ যখন খেলা হতো তখন তাতেও জিততে নিজেকে উজাড় করে দিতেন বিরাট। বিরাটের ফিটনেস দেখে উদ্বুদ্ধ ভারতীয় ফুটবল দলের ডিফেন্ডার প্রীতম কোটালও। তিনিও বিরাটের ট্রেনিং পদ্ধতি, ডায়েট ইত্যাদির দিকে নজর রেখেই নিজেকে ফিট রাখেন।

এরই মধ্যে, ভাইরাল হয়েছে ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের ইন্ডোরে শরীরচর্চার ভিডিও। হেডস্ট্যান্ড পুশ আপ বা চলতি ভাষায় যাকে আর্চ ফেলা বলে সেই ব্যাক-বেন্ডিং অনুশীলন দেখে মুগ্ধ পন্থ ভক্তরা। নিজের ফিটনেস উন্নত করতে তিনি যে কোনও খামতি রাখছেন না এই ভিডিও পোস্ট করে সেটাই দেখাতে চেয়েছেন পন্থ।

More INDIAN CRICKET TEAM News  

Read more about:
English summary
Virat Kohli's Free Kick And Rishabh Pant's Workout Videos Went Viral. Virat's Childhood Coach Not Surprised Watching Indian Captain's Football Skill.
Story first published: Wednesday, May 26, 2021, 16:17 [IST]