ইয়াসের ধাক্কায় ভাঙল বাঁধ! রূপনারায়নের জল ঢুকে ভয়ঙ্কর বন্যার কবলে দাসপুর

রাজ্যে ইয়াসের তাণ্ডব সেভাবে পড়েনি। কার্যত কপাল জোড়ে রক্ষা পাওয়া গিয়েছে। যদিও আগে থেকেই মেদিনীপুর সহ উপকূল অঞ্চলে ঝড়ের ব্যাপক প্রভাব পড়বে বলে সতর্কতা জারি হয়। সেই মতো সকাল থেকে উত্তাল হয়ে ওঠে সমুদ্র।

কার্যত একের পর এক পাহাড় প্রমাণ ঢেউ আছড়ে পড়ে। ভেসে গিয়েছে দিঘা, মন্দারমনি, শঙ্করপুর সহ একাধিক এলাকা। একের পর এক গ্রামে জল ঢুকতে শুরু করে সকাল থেকে। যদিও সমুদ্র সংলগ্ন গ্রামগুলি থেকে আগেই সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

More CYCLONE YAAS News  

Read more about:
English summary
cyclone yaas daspur dam collapse
Story first published: Wednesday, May 26, 2021, 20:07 [IST]