ইয়াসের প্রভাবে কলকাতায় স্থানীয়ভাবে টর্নেডোর সম্ভাবনা
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল সমুদ্র। জলোচ্ছ্বাস তীব্র হয়েছে দিঘা থেকে সাগর। ওড়িশার ধামড়ায় ইয়াসের ল্যান্ডফল হয়েছে, ফলে কলকাতা রক্ষা পাবে বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু আবহবিদরা জানিয়েছে, ইয়াসের পরোক্ষ প্রভাব পড়বে কলকাতায়। ইয়াসের প্রভাবে কলকাতায় স্থানীয়ভাবে টর্নেডোর সম্ভাবনা তৈরি হয়েছে।
দুয়ের ফলেই টর্নেডোর সম্ভাবনা জোরদার কলকাতায়
পূর্ণিমার কারণে ভরা কোটালে গঙ্গার জলস্তর বেড়ে গিয়েছে এক লাফে অনেকটাই। বুধবার গঙ্গার স্তর ১৭.২৫ ফুট বেড়েছে। বেলা ১১টা ৩৭ মিনিট নাগাদ গঙ্গায় জোয়ার সর্বোচ্চ মাত্রায় পৌঁছবে। তখনই গঙ্গার জলস্তরের উচ্চতা সবথেকে বেশি হবে। আবহবিদরা মনে করছেন এই দুয়ের ফলেই টর্নেডোর সম্ভাবনা জোরদার হয়েছে।
কলকাতায় টর্নেডোর আশঙ্কা করছেন আবহবিদরা
মঙ্গলবার হুগলি ও উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে টর্নেডো হয়েছে। হুগলির ব্যান্ডেল, চুঁচুড়া, পাণ্ডুয়ায় টর্নেডো হয়েছে আর উত্তর ২৪ পরগনার হালিশহর ও বীজপুরেও টর্নেডো হয়েছে। এবার কলকাতায় টর্নেডোর আশঙ্কা করছেন আবহবিদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সতর্ক করেছেন কলকাতাবাসীকে।
মঙ্গলবারে টর্নেডোর হানা থেকে শিক্ষা নেওয়া উচিত
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতাবাসী যেন বাড়ির বাইরে না বের হন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব যতক্ষণ থাকবে, ততক্ষণ আশঙ্কা থাকবে। টর্নেডোর পূর্বাভাস যখন দিয়েছে হাওয়া অফিস, তখন আশঙ্কা থেকেই যায়, তাই সাবধানতা অবলম্বনি করাই শ্রেয়। গতদিনে হুগলি ও উত্তর ২৪ পরগনায় হঠাৎ যেভাবে টর্নেডো হানা দিয়েছে, তা থেকে শিক্ষা নেওয়া উচিত।