এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছালেন ভারতের সিমরনজিৎ, জ্যাসমিন, সাক্ষী। যথাক্রমে ৬০, ৫৪ এবং ৫৭ কেজি বিভাগের শেষ চারে পৌঁছেছেন ভারতের তিন মহিলা বক্সার। এর আগে টুর্নামেন্টের ৫১, ৬৪, ৬৯, ৭৫ , ৪৮, ৮১ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন যথাক্রমে ভারতের মেরি কম, লালবুয়াটসাইহি, লভলীনা বর্গহেইন, পূজা রানী, মনিকা ও সুইটি। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছেন অনুপমাও। সবমিলিয়ে উপরোক্ত সবকটি বিভাগ (১০টি) থেকে পদক নিশ্চিত করেছেন ভারতের মহিলা বক্সাররা।
অন্যদিকে ভারতীয় বক্সিং ফেডারেশন ও সংযুক্ত আরব আমিরশাহীর যৌথ উদ্যোগে দুবাইতে চলতে থাকা এশিয়ান চ্যাম্পিয়নশিপের পুরুষদের বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের শিবা থাপা ও সঞ্জীব। ফলে ওই দুই বিভাগ থেকে ভারতের ন্যূনতম ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে। টোকিও অলিম্পিক্সের আগে ভারতীয় বক্সারদের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত হয়েছেন দেশের ক্রীড়া প্রেমীরা। এই ফর্ম চলতি টুর্নামেন্টের বাকি অধ্যায় এবং অলিম্পিক্সে ধরে রাখতে পারলে দুই ক্ষেত্রেই পদক জয়ের নিরিখে ভারত ইতিহাস রচনা করবে বলে আশা ক্রীড়া বিশেষজ্ঞদের।
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতা পাঞ্জাবের সিমরনজিৎ এশিয়ান চ্যাম্পিয়নশিপের ৬০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের রায়খোনা কোদিরানার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। ৪-১ পয়েন্টে ম্যাচ জেতেন ভারতের মহিলা বক্সার। উল্লেখ্য ২০১৯ সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছিলেন সিমরনজিৎ। এবারের সেমিফাইনালে কাজাখস্তানের রীমা ভোলোসেঙ্কোর বিরুদ্ধে খেলতে নামবেন পাঞ্জাবের বক্সার।
অন্যদিকে সাক্ষী এবং জ্যাসমিন এশিয়ান চ্যাম্পিয়নশিপের নিজ নিজ বিভাগে দাপুটে জয় হাসিল করেছেন। কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের রুহাফজোকে ৫-০ পয়েন্টে হারিয়েছে সাক্ষ্মী। শেষ চারের লড়াইয়ে তিনি কাজাখস্তানের ডিনা হোলামনের মুখোমুখি হবেন। অন্যদিকে মোঙ্গলিয়ার ইয়েসুজেনকে ৪-১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের জ্যাসমিন। এই পর্বে তিনি কাজাখস্তানের ভ্লাদিসলাভা কুখটার মুখোমুখি হবেন।