দুবাইয়ে শুরু হওয়া এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের শুরুটা দুর্দান্তভাবেই হল। টোকিও অলিম্পিক্সের আগে কার্যত প্রস্তুতিসূচক এই প্রতিযোগিতার প্রথম দিনই জয় হাসিল করলেন ভারতীয় বক্সার মহম্মদ হুসাম্মউদ্দিন ও শিবা থাপা। তাঁদের পারফরম্যান্সের ঝাঁঝে চলতি ইভেন্ট তো বটেই, আগামী অলিম্পিক্সেও বক্সিং দলের থেকে অনেক পদক আশা করছে দেশের ক্রীড়া মহল।
কমনওয়েলথ গেমস থেকে ব্রোঞ্জ পদক জেতা মহম্মদ হুসাম্মউদ্দিন এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের ম্যাচে কাজাখস্থানের মাখমুদ সাবিরখানের মুখোমুখি হয়েছিলেন। শুরু থেকেই মারমুখী মেজাজে খেলতে থাকা হুসাম্মউদ্দনের পাঞ্চ সামলাতে নাজেহাল হয় প্রতিপক্ষ। অন্যদিকে ভারতীয় বক্সারের আঁটোসাঁটো ডিফেন্স ভাঙতেও ব্যর্থ হন কাজাখস্থানের প্রতিযোগী। ফলে ম্যাচে ৫-০ পয়েন্টের অনায়াস জয় হাসিল করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান হুসাম্মউদ্দিন। শেষ আটের লড়াইয়ে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে উজবেকিস্তানের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন মিরাজিজবেক মির্জাহালিলভের বিরুদ্ধে। লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আশা ক্রীড়াপ্রেমীদের।
ভারতীয় বক্সিং ফেডারেশন ও সংযুক্ত আরব আমিরশাহী বক্সিং ফেডারেশনের যৌথ উদ্যোগে দুবাইতে শুরু হওয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম দিনই রিংয়ে নেমেছিলেন ভারতীয় বক্সার শিবা থাপা। ৬৪ কেজি বিভাগের এই মোকাবিলায় প্রাক্তন এশিয়ান চ্যাম্পিয়নের প্রতিদ্বন্দ্বী ছিলেন কিরগিজস্তানের দিমিত্রি পুচিন। তাঁদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু হয়েছে এর উল্টো। ৫-০ পয়েন্টে ম্যাচ জিতে নেন ভারতীয় বক্সার। কোয়ার্টার ফাইনালে কুয়েতের নাদের ওদাহের মুখোমুখি হতে চলেছেন শিবা থাপা।
এই দুই বক্সার বাদ দিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপের খেলতে দেখা যাবে ভারতের সমরজিৎ কৌর, সাক্ষ্মী, জ্যাসমিন এবং সঞ্জিতকে। টোকিও অলিম্পিক্সের আগে প্রত্যেকের পারফরম্যান্সের ওপর নজর থাকার পাশাপাশি আকর্ষণের কেন্দ্রে থাকবেন কিংবদন্তি মেরি কম।