লন্ডন: চার নতুন মুখকে রেখে মঙ্গলবার আসন্ন ইউরোর(EURO 2020) স্কোয়াড প্রকাশ করল ইংল্যান্ড(England)। তবে ছক ভেঙে ৩৩ জনের স্কোয়াড ঘোষণা করেছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট(Gareth Southgate)। নিয়ম মেনে ১ জুনের মধ্যে চূড়ান্ত ২৬ জনকে বেছে নিতে হবে তাঁকে। সাউথগেটের অস্থায়ী দলে রয়েছেন চার নতুন মুখ- ডিফেন্ডার বেন হোয়াইট(Ben White), বেন গডফ্রে(Ben Godfrey) এবং দুই গোলরক্ষক স্যাম জনস্টোন(Sam Johnstone) এবং অ্যারন র‍্যামসডালে(Aaron Ramsdale)।

চোটের আওতায় থাকা ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার(Harry Maguire), মিডফিল্ডার জর্ডান হ্যান্ডারসন(Jordan Henderson), কালভিন ফিলিপসকে(Kalvin Phillips) স্কোয়াডে রেখেছেন সাউথগেট। ১ জুন ২৬ জনের চূড়ান্ত তালিকা থেকে এঁদের কারও নাম বাদ পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের(Man Utd) তরুণ প্রতিভাবান স্ট্রাইকার ম্যাসন গ্রিনউডের(Mason Greenwood) প্রত্যাবর্তন ঘটেছে ইউরোর স্কোয়াডে। ডাক পেয়েছেন বরুসিয়ার টিন-এজ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম(Jude Bellingham)।

রাইট-ব্যাক আলেকজান্ডার আর্নল্ডকে(Trent Alexandar-Arnold) স্কোয়াডে রাখা হলেও অপ্রত্যাশিতভাবে সাউথগেট ৩৩ জনের দল থেকে বাদ দিয়েছেন প্যাট্রিক ব্যামফোর্ডকে(Patrick Bamford)। সদ্য শেষ হওয়া ইপিএলে ১৬ গোলের পাশাপাশি ৭টি অ্যাসিস্ট করা লিডস স্ট্রাইকারকে বাদ দেওয়ায় কিছুটা অবাক অনুরাগীরা। সাউথগেটের ঘোষিত স্কোয়াডে নেই লেস্টার স্ট্রাইকার জেমস ম্যাডিসন(James Maddison) এবং সাউদাম্পটন স্ট্রাইকার ড্যানি ইংসের(Dany Ings) নামও। ২০১৮ বিশ্বকাপে চতুর্থস্থানে শেষ করা দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার এরিক ডায়ের(Eric Dier) বাদ পড়েছেন ইউরো থেকে।

এখন দেখার আগামী সপ্তাহে চুড়ান্ত তালিকা থেকে বাদ পড়েন কোন ৭ জন। ওয়েম্বলিতে(Wembley) আগামী ১৩ জুন ক্রোয়েশিয়ার(Croatia) বিরুদ্ধে অভিযান শুরু হবে হ্যারি কেন, মার্কাস রাশফোর্ডদের।

একনজরে ইংল্যান্ডের ৩৩ জনের স্কোয়াড:

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.