প্রবল ইয়াসের ধাক্কায় তছনছ হতে পারে দিঘা! নামানো হল সেনাবাহিনী, তৈরি ভারতীয় নৌবাহিনীও

দিঘার আরও কাছাকাছি সাইক্লোন ইয়াস। ইতিমধ্যে সেখানে ব্যাপক ঝড়ের তান্ডব শুরু হয়েছে। উপকূল থেকে মাত্র সাড়ে তিনশো কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস। তবে স্বস্তির খবর যে পথে ইয়াস এগোচ্ছে তাতে মনে হচ্ছে এযাত্রা বাংলা রেহাই পেল।

কারণ আবহাওয়া বিদরা জানাচ্ছেন ওড়িশার চাঁদবালি ও ধামরা পোর্টের মাঝেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। বাংলার উপকূল ছুয়ে যাবে শুধু। তবুও বাংলায় ইয়াসের গতিবেগ হবে ঘণ্টায় ১২০ থেকে ১৪৫ কিলোমিটার। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।

দিঘায় নামানো হল সেনা

আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘূর্ণিঝড় মোকাবিলায় দিঘায় নামানো হল সেনা। ইতিমধ্যে সেনার ৭০ জনের দল দিঘাতে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে সেখানে পৌঁছেই সেনার তরফে রেইকি করার কাজ শুরু করে দিয়েছেন সেনাবাহিনীর জওয়ানরা। রাজ্যের উপকূল এলাকার মধ্যে দিঘায় ঘুর্ণিঝড় ইয়াসের সবথেকে বেশি প্রভাব পড়ার কথা, তাই প্রস্তুতিতে কোনও ফাঁক রাখছে না প্রশাসন। যদিও এদিন সকালেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যেখানে দরকার পড়বে সেনা নামানো হবে। আর সেই মতো প্রথম দিঘাতেই নামানো হল সেনাবাহিনী।

মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে

ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের দিঘায় মোতায়েন হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আধা সামরিক বাহিনী। যেহেতু এদিকে, অতিরিক্ত ১০টি জাতীয় বিপর্যয় মোকবিলা টিম রাজ্যে মোতায়েন করা হয়েছে। এই নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪৫টি টিম রাজ্যে মোতায়েন করা হল বলে জানিয়েছেন এনডিআরএফ -এর ডিজি।

প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনীকে

রাজ্যে ঘূর্ণিঝড় মোকাবিলায় নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, নৌবাহিনীর ২টি ডুবুরিদের টিম ও ৫টি বন্যাত্রাণের টিমও প্রয়োজনে নামানো হতে পারে। মৌসম ভবন সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৯টা নাগাদ পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে ৪২০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। বালেশ্বর থেকে ৪৩০ কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থান ঘূর্ণিঝড়ের। আজই তা অতি শক্তিশালী ঘুর্ণিঝড়ে পরিণত হবে। আগামীকাল ভোরে তা আছড়ে পড়তে পারে স্থলভাগে। পারাদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যে দিয়ে যাবে ঘূর্ণিঝড়। বালেশ্বরের কাছাকাছি এলাকায় তা আছড়ে পড়তে পারে। সেই সময় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।

সকালেই আছড়ে পড়বে এই ঝড়

পূর্ব মেদিনীপুরে আগামীকাল ভোরে হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতিবেগ পৌঁছোতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারে।

More DIGHA News  

Read more about:
English summary
cyclone yaas situation of serious coastal areas indian army deployed digha