বাংলার কোন জেলায় কেমন ঝড় হবে?
জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর ও ২৪ পরগনায় ১০০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়বে বুধবার। পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার ও বুধবার ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়বে। মঙ্গলবার রাত থেকে ঝড়ের তাণ্ডব হুগলি,হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া , নদিয়ায় শুরু হবে। সেখানে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়বে। ঝড়ের বেগ কখনও ৯০ কিলোমিটার থাকবে। বীরভূম ও মুর্শিদাবাদে ঝড় ৫০ এথকে ৬০ কিলোমিটার বেগে প্রতিঘণ্টায় বয়ে যাবে।
দিঘায় জলোচ্ছ্বাস বাড়ছে
এদিকে, ইয়াসের প্রভাবে দিঘায় জলোচ্ছ্বাস বাড়তে শুরু করেছে । দেখা যাচ্ছে ক্রমাগত দিঘার সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বাড়ছে। এমনকি জলের স্তরও সেখানে বাড়তে শুরু করে দিয়েছে বলে খবর। ঘূর্ণিঝড়ের দাপটে সেখানে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
বালাসোরে শুরু তৎপরতা
এখনও পর্যন্ত যা খবর, তাতে ওড়িশার বালাসোরের কাছাকাছি কোনও জায়গায় সম্ভবত ল্যান্ডফল হবে সুপার সাইতক্লোন ইয়াসের। সেই কারণে, বালাসোরের বহু এলাকা থেকে নিরাপদ দূরত্বে মানুষকে নিয়ে গিয়ে রাখতে শুরু করেছে প্রশাসন। সঙ্গে দেওয়া হচ্ছে ফেস মাস্ক ও স্যানিটাইজার।
ভুবনেশ্বরে বৃষ্টি শুরু
এদিকে, ওড়িশার ভুবনেশ্বরে এদিন সকাল থেকেই ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। ক্রমাগত আকাশ কালো করে শুরু হয়েছে ব্যাপক বর্ষণ। দিঘার কাছে দিঘা মোহনাতেও প্রবল বর্ষণের ছবি দেখা গিয়েছে।