মীরপুর: শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ (Bangladesh)৷ মঙ্গলবার ঢাকায় শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নত দ্বিতীয় ওয়ান ডে-তে শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ার্ল্ড সুপার সিরিজে পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠে এলে বেঙ্গল টাইগার্স৷ একই সঙ্গে দুই ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেলে বাংলাদেশ৷
এদিন মীরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ২৪৬ রানে অল-আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা (Sri Lanka) ৩৮ ওভারে ৯ উইকেটে ১২৬ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় ম্যাচ। পরে বৃষ্টি থামার পর ম্যাচ আবার শুরু হলে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৪৫। কিন্তু বাকি দুই ওভারে মাত্র ১৫ রান যোগ করে শ্রীলঙ্কা। ফলে ১০৩ রানে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজ জিতল বাংলাদেশ৷
প্রথম ম্যাচেও বাংলাদেশকে (Bangladesh) জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন মুশফিকুর রহিম৷ আগের ম্যাচে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে এই ম্যাচে চ্যালেঞ্জ ছিল আরও কঠিন। এদিন দ্বিতীয় ওভারেই ক্রিজে এসে সেখান থেকে দলকে টেনে তোলেন৷ শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হন, তখন তাঁর নামের পাশে ১২৭ বলে ১২৫ রান। সেই সঙ্গে এদিন ওয়ান ডে ক্রিকেটে অষ্টম সেঞ্চুরি করেন প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক৷
রহিমের ইনিংস সাজানো ছিল ১০টি বাউন্ডারিতে৷ পঞ্চম উইকেটে মামুদুল্লাহ (Mahmudullah) ৮৭ রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশ ইনিংসকে এগিয়ে নিয়ে যান রহিম৷ মাহমুদুল্লাহ ৪১ রানের ইনিংস করেন৷ ম্যাচের শুরুতে মুশফিকুরের ইনিংস গড়ার ধরনে বোঝা গিয়েছিল এদিনও বড় রানের ইনিংস গড়তে চলেছেন তিনি। বাউন্ডারির দিকে না-ঝুঁকে সিঙ্গেলস-ডাবলসে ইনিংসে এগিয়ে যান মাস্টারক্লাস ব্যাটসম্যান৷ প্রথম বাউন্ডারি মারেন ৪০ বল খেলার পর। ৭০ রান পর্যন্ত বাউন্ডারি ছিল ওই একটিই৷ শেষ দিকে আবার পরিস্থিতির দাবি মিটিয়ে দ্রুত কিছু বাউন্ডারিও আদায় করেন।
৮৫ ও ৯৬ রানে দুই দফা বৃষ্টিতে মুশফিককে থাকতে হয় অপেক্ষায়। শেষ পর্যন্ত চামিরার বলে বাউন্ডারিতে সেঞ্চুরি স্পর্শ করেন ১১৪ বলে। সেঞ্চুরির পর বাউন্ডারি মারেন আরও চারটি। তবে ৫০ ওভার পর্যন্ত অবশ্য থাকতে পারেননি। লড়াইয়ের পুঁজি পেয়ে যায় দল। সেই স্কোরকে চ্যালেঞ্জ জানাতেই পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে চার উইকেটের পর এদিন মিরাজের শিকার তিনটি। মুস্তাফিজুরের প্রাপ্তি টানা দুই ম্যাচে তিনটি করে উইকেট। শাকিব আল হাসান দু’উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্পর্শ করেন মাশরাফি মোর্তাজাকে। ৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে এক নম্বরে বাংলাদেশ।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.