কলকাতা২৪x৭: ক্রিকেট নাকি রাজার খেলা। তাই ক্রিকেটারদের মোটা অঙ্কের পারিশ্রমিক হওয়াটাই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে টি-২০ ক্রিকেটের রমরমা তো ক্রিকেটের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আর ক্রিকেটের জনপ্রিয়তা যত বাড়ছে, ততই বাড়ছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলির রেভিনিউ। পাল্লা দিয়ে বাড়ছে ক্রিকেটারদের বেতন। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড যে(BCCI) সেকথা সকলেরই জানা। কিন্তু তাই বলে অধিনায়ক বিরাট কোহলি অধিনায়কদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বেতন পান না।

হ্যাঁ, এটাই সত্যি। বেতনের দিক থেকে বিরাটকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছেন ‘ফ্যাব ফোর’-এর আরেক ক্রিকেটার ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। এবার জেনে নেওয়া যাক বিভিন্ন দেশের ক্রিকেট অধিনায়কদের বেতন কত।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.