কলকাতা২৪x৭: ক্রিকেট নাকি রাজার খেলা। তাই ক্রিকেটারদের মোটা অঙ্কের পারিশ্রমিক হওয়াটাই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে টি-২০ ক্রিকেটের রমরমা তো ক্রিকেটের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আর ক্রিকেটের জনপ্রিয়তা যত বাড়ছে, ততই বাড়ছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলির রেভিনিউ। পাল্লা দিয়ে বাড়ছে ক্রিকেটারদের বেতন। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড যে(BCCI) সেকথা সকলেরই জানা। কিন্তু তাই বলে অধিনায়ক বিরাট কোহলি অধিনায়কদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বেতন পান না।
হ্যাঁ, এটাই সত্যি। বেতনের দিক থেকে বিরাটকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছেন ‘ফ্যাব ফোর’-এর আরেক ক্রিকেটার ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। এবার জেনে নেওয়া যাক বিভিন্ন দেশের ক্রিকেট অধিনায়কদের বেতন কত।
- জো রুট (Joe Root):
বিশ্বের সর্বাধিক বেতনভুক ক্রিকেট অধিনায়ক জো রুট। ভারতীয় মুদ্রায় প্রায় ৭.২২ কোটি টাকা বেতন পান ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড(ECB) আয় বিসিসিআই-য়ের মতো না হলেও ক্রিকেটারদের সুযোগসুবিধা প্রদান কোনও খামতি রাখে না তারা। ইংল্যান্ড অধিনায়ক রুটকে টেস্টের পাশাপাশি সীমিত ওভারের বার্ষিক চুক্তিতেও অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড বোর্ড।
- বিরাট কোহলি (Virat Kohli):
ভারত অধিনায়ক বিরাট কোহলি বিসিসিআইয়ের(BCCI) ‘এ+’ ক্যাটেগরিতে রয়েছেন। বার্ষিক ৭ কোটি টাকা বেতন তাঁর। বিরাট জাতীয় দলের অধিনায়কের বেতনের দিক থেকে হয়তো সবচেয়ে ধনী নন। তবে খেলার বাইরে বিজ্ঞাপন, ব্র্যান্ড এনডর্সমেন্ট ইত্যাদি থেকে প্রচুর অর্থ বিরাট আয় করেন এবং তিনি বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের মধ্যে একজন।
- টিম পেইন/অ্যারন ফিঞ্চ (Tim Paine/Aaron Finch):
এই তালিকায় তৃতীয় নাম রয়েছে অস্ট্রেলিয় ক্রিকেট দলের দুই অধিনায়কের। অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পেইন এবং সীমিত ওভারের অধিনায়ক হলেন অ্যারন ফিঞ্চ। তবে দুজনেই একই বেতন পান। ফিঞ্চ এবং পেইন দুজনকেই প্রতি বছর ভারতীয় মুদ্রায় প্রায় ৪.৮৭ কোটি টাকা বেতন প্রদান করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
- ডিন এলগার (Dean Elgar):
দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের অধিনায়ক ডিন বর্তমান দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। ডিন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে বার্ষিক প্রায় ৩.২ কোটি টাকা বেতন পেয়ে থাকেন।
- টেম্বা বাভুমা (Temba Bavuma):
দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের অধিনায়ক টেম্বার নাম এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। তাঁর বেতন বার্ষিক ২.৫ কোটি টাকা।
- কেন উইলিয়ামসন (Kane Williamson):
‘ফ্যাব ফোর’-এর সদস্য এবং নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের নাম এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। তিনি সেদেশের বোর্ড থেকে বার্ষিক ১.৭৭ কোটি টাকা পারিশ্রমিক পান। প্রতিভার নিরিখে ‘ফ্যাব ফোরে’র বাকি সদস্যদের তুলনায় যা অনেকটাই কম।
- ইয়ন মর্গ্যান (Eoin Morgan):
ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান কিন্তু তাঁদের টেস্ট দলের অধিনায়ক রুটের চেয়ে অনেক কম বেতন পান। রুটের মতো টেস্ট এবং সীমিত ওভার- দুই ধরনের ক্রিকেটেও চুক্তিবদ্ধ নন ইয়ন। তিনি ইংল্যান্ড বোর্ডের থেকে বার্ষিক ১.৭৫ কোটি টাকা পারিশ্রমক পান।
- কায়রন পোলার্ড (Kieron Pollard):
ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের অধিনায়ক পোলার্ডের বার্ষিক বেতন ১.৭৩ কোটি টাকা।
- ক্রেগ ব্রাথওয়েট (Kraigg Brathwaite):
পোলার্ডের পরে এই তালিকায় নাম রয়েছে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটের। তাঁর বার্ষিক বেতন ১.৩৯ কোটি টাকা।
- বাবর আজম (Babar Azam):
অধিনায়কের বেতনের দিক থেকে পাকিস্তানের নাম প্রায় শেষে রয়েছে। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম সব ধরনের ক্রিকেটে পাকিস্তান দলকে নেতৃত্ব দেন। তবে তাঁর বেতন খুবই কম। বার্ষিক ৬২.৪০ লাখ টাকা।
- দিমুথ করুণারত্নে (Dimuth Karunaratne):
কুমার সঙ্গকারা এবং মাহেলা জয়বর্ধনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর থেকে শ্রীলঙ্কা ক্রিকেট আর ঘুরে দাঁড়াতে পারেনি। তাঁদের ক্রিকেট বোর্ডের আয়ও অনেক কমে গিয়েছে। তাই বেতনও কমেছে ক্রিকেটারদের। শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক করুণারত্নে বার্ষিক মাত্র ৫১ লাখ টাকা বেতন পান।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.