সুশীলকে সাসপেন্ড করল
আভাস পাওয়া গিয়েছিল আগেই, সেটাই সত্যি হল। সাগর রানা হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ভারতীয় কুস্তিগীরকে তাঁর চাকরির পদ থেকে সাসপেন্ড করল ভারতীয় রেল। মঙ্গলবার এ ব্যাপারে রেলের তরফে এর বিবৃতিতে জানানো হয়েছে ১৯৬৮ সালের (ডিঅ্যান্ডএ) বিধির ৫(২) নিয়মে অলিম্পিয়ানের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সুশীলকে সাসপেন্ড থাকতে হবে বলে জানানো হয়েছে।
অন্যান্য সরকারি পদও খোয়াতে পারেন সুশীল
কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় কুস্তিগীর নর্দান রেলওয়ের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজারের পদে কর্মরত ছিলেন। দিল্লি সরকারের তরফে সুশীলকে বিদ্যালয় স্তর থেকে ক্রীড়ার মানোন্নয়নের জন্য ছত্রসল স্টেডিয়ামে স্পেশাল ডিউটি অফিসার বা ওএসডি হিসেবেও নিযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে দিল্লি হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন সুশীল। খুনের মামলায় নাম জড়িয়ে যাওয়ার পর রেলের চাকরি খোয়াতে চলেছেন ভারতীয় কুস্তিগীর। মামলায় দোষী সাব্যস্ত হলে সুশীলের বিরুদ্ধে ভারতীয় হ্যান্ডবল ফেডারেশন কড়া পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর আনন্দেশ্বর পান্ডে।
টানা জেরায় ভেঙে পড়েন সুশীল
২৩ বছরের ভারতীয় কুস্তিগীর সাগর রানা হত্যাকাণ্ডের তদন্তে নেমে পড়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। মূল অভিযুক্ত সন্দেহে ধৃত সুশীল কুমারকে চার ঘণ্টা ধরে টানা জেরা করেন তদন্তকারীরা। অলিম্পিয়ান স্বীকার করেন যে তিনি ঘটনার দিন ছত্রসল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। সংঘর্ষ সময়ও তিনি সেখানেই ছিলেন। তবে কাউকে খুন করা যে তাঁর উদ্দেশ্য ছিল না তা পুলিশি জেরায় দাবি করেছেন সুশীল। বরং তিনি দুই পক্ষের সংঘর্ষ থামানোর মরিয়া চেষ্টা করেছিলেন বলে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তি তারকা জেরায় জানিয়েছেন বলে খবর। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সাগর রানা হত্যাকাণ্ডের ঘটনার পুনর্নির্মাণ করতে ধৃত সুশীল কুমার ও তাঁর সহযোগী অজয়কে নিয়ে ছত্রসল স্টেডিয়ামে গিয়েছিলেন দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা। গোটা প্রক্রিয়া চলার সময় সুশীল কুমার কার্যত ভেঙে পড়েন বলে জানানো হয়েছে। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
দিল্লি থেকেই গ্রেফতার সুশীল
সাগর রানা হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন সুশীল কুমার। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর গত ২৩ মে পশ্চিম দিল্লির মুন্দকা থেকে ভারতীয় কুস্তিগীরকে গ্রেফতার করা হয়। তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।
'ছত্রসলে সংঘর্ষ থামাতে চেয়েছিলেন', ঘটনার পুনর্নির্মাণ ও জেরায় জানালেন সুশীল, সরব হ্যান্ডবল ফেডারেশন