প্যারিস: করোনার (Coronavirus) টিকাকরণ (Vaccination) নিয়ে বোমা ফাটালেন ফ্রান্সের (France) নোবেলজয়ী ভাইরোলজিস্ট (Virologist) লুক মন্টেনিয়র (Luc Montagnier)। বর্ষীয়ান এই ভাইরোলজিস্ট সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘‘করোনার টিকাকরণ মারাত্মক ভুল। কোনও টিকাই ভাইরাসকে আটকাতে পারবে না। বরং তাকে আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করবে। টিকাকরণ হলে মানবদেহে অ্যান্টিবডি (antibodies) তৈরি হয়ে ভাইরাসকে মেরে ফেলে বা অভিযোজিত করে। অভিযোজনের ফলে ফের বাইরাসের নয় ভ্যারিয়েন্ট (Variant) তৈরি হয়ে যায়।’’ সব জেনেও গবেষকদের একাংশ চুপ রয়েছে বলে তিনি দাবি করেছেন।
করোনা এড়াতে টিকাকরণ একমাত্র উপায়। বিশ্বে করোনা থাবা বসানোর পর থেকে এই কথাটিই বারবার বলে আসছেন বিশেষজ্ঞরা। বিশ্বের একাধিক দেশ করোনার টিকা (Vaccine) বানাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশ টিকা বানিয়ে তার প্রয়োগও শুরু করে দিয়েছে। যে দেশ নিজেরা টিকা উৎপাদন করতে পারেনি তারা ভরসা রাখছে অন্যদের উপর। বিদেশ থেকে টিকা আমদানি করে প্রয়োগ চলছে নানা দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) টিকাকরণে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছে প্রতিটি দেশকে।
এই পরিস্থিতিতে করোনাভাইরাসের টিকাকরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ফ্রান্সের নোবেলেজয়ী (Novel Prize Winner)ভাইরোলজিস্ট লুক মন্টেনিয়র। তাঁর কথায়, ‘‘করোনার টিকাকরণ মারাত্মক ভুল। কোনও টিকাই ভাইরাসকে আটকাতে পারবে না। বরং তাকে আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করবে। টিকাকরণ হলে মানবদেহে অ্যান্টিবডি তৈরি হয়ে ভাইরাসকে মেরে ফেলে বা অভিযোজিত করে। অভিযোজনের ফলে ফের ভাইরাসের নয় ভ্যারিয়েন্ট তৈরি হয়ে যায়।’’
বিশ্বখ্যাত প্রবীণ এই ভাইরোলজিস্টের করোনার টিকাকরণ নিয়ে এহেন মন্তব্যে আলোড়ন পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলে। যদিও লুক মন্টেনিয়রেরর এই মন্তব্যের প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকেই পাল্টা কোনও প্রতিক্রিয়া মেলেনি। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র তরফেও প্রখ্যাত ভাইরোলজিস্টের করোনার টিকাকরণ নিয়ে এহেন মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া মেলেনি।
এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে করোনা পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে ভারতে। ভারতে করোনার সেকেন্ড ওয়েভ চলছে। করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে কমবয়সীরাই বেশি আক্রান্ত হচ্ছেন। যা নিয়ে রীতিমতো আতঙ্ক দেশজুড়ে। এই পরিস্থিতিতে দ্রুত টিকাকরণে জোর দিচ্ছে ভারত সরকার। তবে এই আবহে টিকাকরণ নিয়ে প্রখ্যাত ভাইরোলজিস্টের যুক্তি বিতর্ক তৈরি করেছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.