কেন্দ্রের নয়া নির্দেশিকা মানেনি ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম, বুধবার থেকেই কী বন্ধ হচ্ছে ৩ সংস্থা?

সোশ্যাল মিডিয়া সহ তামাম ডিজিট্যাল মিডিয়ায় বিতর্কিত বিষয়বস্তুতে রাশ টানতে তিন মাস আগেই কড়া নির্দেশিকা জারি করে কেন্দ্র। গত ২৫ ফেব্রুয়ারি একগুচ্ছ নির্দেশিকাও জারি করা হয়। নির্দেশিকা লাগু করতে তিন মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। মঙ্গলবারই তাঁর শেষ দিন। কিন্তু এখনও কেন্দ্রের নীতি মানেনি ফেসবুক, টুইটারের মতো একাধিক সংস্থাই। আর তাতেই বাড়ছে উদ্বেগ।


আগামীকাল থেকে কী তাহলে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক-টুইটার ?

অনেকেই মনে করছেন নির্দেশিকা না মানায় আগামীকাল বুধবার থেকেই কেন্দ্রের রোষানলে পড়তে চলেছে ফেসবুক টুইটার। বিশেষজ্ঞদের দাবি, শাস্তি হিসাবে দু'দিনের জন্য ফেসবুক এবং টু‌ইটারকে ব্লক করতে পারে কেন্দ্র। যদি তা হয় তাহলে যে নেট পাড়ায় একটা বিশালাকার ঝড় আসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

কেন্দ্রের নয়া নির্দেশিকা মানেনি ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম

নয়া নির্দেশিকায় সার্বিকভাবে সোশ্যাল মিডিয়া পলিসি তৈরির কথা বলা হয়েছে। তৈরি হবে কমিটিও। যার অধীনে চলবে কড়া নজরদারি। বৃহস্পতিবারই এই নয়া নির্দেশিকা জারি করেন কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্যও নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ মে-তে তা কার্যকর হতে চলেছে। সরকারি সূত্রের দাবি, ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের মতো কোনও সোশ্যাল মিডিয়া কোম্পানিই সেই নিয়ম মেনে পদক্ষেপ করেনি।

কী বলা হচ্ছে নয়া নির্দেশিকায়

নির্দেশিকায় আরও বলা হয়েছে, সাধারণত, আমরা যেমন জানি কোনও সিনেমা মুক্তির আগে সংশ্লিষ্ট সংস্থা থেকে অনুমতি নিতে হয়, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতে একটি কমিটি তৈরি হবে, যাদের কাছ থেকে আগামীতে অনুমতি নিতে হবে বলে জানা যাচ্ছে। নয়া নিয়ম বলে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে বিনামূল্যে কিছু তৈরি করা বা পোস্ট করার নিয়ম এখন থেকে উঠে যাচ্ছে বলে খবর।

তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি

অন্যদিকে নয়া বিধি অনুসারে প্রত্যেক সোশ্যাল প্ল্যাটফর্মে অভিযোগ জানানোর জন্য থাকবে একটি বিশেষ সেল। কোনও বিষয়ে অভিযোগ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে বলেও জানানো হয়েছে। এই সেলের জন্য একটি বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগের কথাও হলা হয়। এছাড়াও থাকছে আরও একাধিক বিধিনিষেধ। মূলত, বিতর্কিত ও অশ্লীল বিষয়বস্তুর প্রচার রোধেই কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলে। নিয়ম না মানলে তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ ধারা অনুযায়ী সোশাল মিডিয়ায় পোস্ট করা আপত্তিকর কন্টেন্টের জন্য অপরাধমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে সংস্থা ও ব্যক্তি দুজনের বিরুদ্ধেই।

More FACEBOOK News  

Read more about:
English summary
Is Facebook-Twitter-Instagram shutting down in India since Wednesday for not following the Centre's new guidelines?