সমুদ্রের মধ্যে ক্রমশ শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামী কয়েক ঘণ্টার মধ্যে শক্তি সঞ্চয় করে তা পরিণত হবে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। ওডিশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে ঢুকবে ইয়াস। দুর্যোগ মোকাবিলায় পশ্চিমবঙ্গ, ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে তৈরি রয়েছে NDRF। এছাড়া তামিলনাড়ু ও পণ্ডিচেরিতেও জারি হয়েছে সতর্কতা।

বেলা ১টা ৪০: ওডিশার ভদ্রক জেলার ধামরা বন্দরের কাছে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় ‘ইয়াস’।ওডিশার চার জেলা কেন্দারাপাড়া, ভদ্রক, জগৎসিংহপুর এবং বালাসোর জেলায় রেড এলার্ট জারি করা হয়েছে।

বেলা ১টা ৩৫: ওডিশায় ৫২ এনডিআরএফ দল, পশ্চিমবঙ্গে ৪৫ এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে।

বেলা ১টা ৩০: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বুধবার ভোরে ওডিশার ভদ্রক জেলার ধামরা বন্দরের কাছে ল্যান্ডফল করবে, জানাল আবহাওয়া দফতর|

বেলা ১টা ২০: বঙ্গীয় উপকূলের ত্রাণকার্যে নেতৃত্ব দিচ্ছে আইএনএস নেতাজি সুভাষ। ভারতীয় নৌ-বাহিনী রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে কাজ শুরু করে দিয়েছে।

বেলা ১ টা: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ২৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে।

বেলা ১২:৫০: দিঘায় সমুদ্র ক্রমশ উত্তাল হচ্ছে। উপুকুলবর্তী এলাকার মানুষদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।

বেলা ১২.৩০: সমুদ্র ক্রমশ উত্তাল হচ্ছে পারাদ্বীপে। উদ্ধারকাজ চালাতে তৈরি নৌসেনা।

বেলা ১২টা: দিঘায় ২ থেকে ৪ মিটার পর্যন্ত জলচ্ছ্বাসের আশঙ্কা।

সকাল ১১.৫০: কটক, খুরদা, ময়ুরভঞ্জ, জয়পুরে জারি অরেঞ্জ অ্যালার্ট।

সকাল ১১.৪৫: পারাদ্বীপ বন্দর এলাকায় বিপদের সতর্কতা জারি

সকাল ১১.৩০: কেন্দ্রপাড়া, ভদ্রক, জগৎসিংহপুর ও বালাসোরে ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি রেড অ্যালার্ট।

সকাল ১১.০০: সাইক্লোনের গতিপথের বাইরে কলকাতা। ৭০ থেকে ৮০ কিলোমিটার ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।

সকাল ১০.৪০: ২৭ থেকে ৩০ মে পর্যন্ত বিহারে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

সকাল ১০.২০: পরিস্থিতি সামাল দিতে তৈরি Reliance Jio, Bharti Airtel and Vodafone Idea-এর মতো টেলিকম সংস্থাগুলি। দুর্যোগের ফলে যাতে ন্যূনতম ক্ষতি হয়, তার চেষ্টা চলছে।

সকাল ১০.১৫: দিঘায় শুরু প্রবল বৃষ্টি। পশ্চিমবঙ্গে আরও বাহিনী পাঠাল NDRF

সকাল ১০.০০: দুর্গতদের সাহায্যের জন্য পশ্চিমবঙ্গ ও ওডিশার কংগ্রেস কর্মকর্তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তৈরি থাকতে বললেন রাহুল গান্ধী।

#CycloneYaas is moving towards Bengal and Odisha from the Bay of Bengal.

I appeal to Congress workers to provide all assistance ensuring safety of those affected.

Please follow all precautionary measures. pic.twitter.com/UaGi9PkcT2

— Rahul Gandhi (@RahulGandhi) May 25, 2021

সকাল ৯.২০: চাঁদিপুরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। দিঘাতেও শুরু হয়েছে জলচ্ছ্বাস। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলেছেন, ঘূর্ণিঝড়ের সঙ্গে মোকাবিলা করতে তৈরি রাজ্য সরকার। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠতে এ কথা জানিয়েছেন তিনি।

সকাল ৯.০০: ইয়াস মোকাবিলায় পশ্চিমবঙ্গে মোতায়েন করা হয়েছে NDRF এর ৩৫টি টিম। এছাড়া তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ ও আন্দামানেও গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কয়েকটি টিম পাঠানো হয়েছে ঝাড়খণ্ডেও। কারণ জামশেদপুর ও রাঁচি রয়েছে সাইক্লোনের পথে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.