'ভেবেছিলাম খারাপ কিছু হতে চলেছে', অশ্রু সজল চোখে অকপট কেকেআরের করোনাজয়ী নিউজিল্যান্ড তারকা

করোনা ভাইরাসকে হারানো টিম সেইফার্টের জীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। নিউজিল্যান্ড তথা কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের উইকেটরক্ষক-ব্যাটসম্যান বাড়ি ফিরেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের পরেও দুঃসহ অতিমারীর আতঙ্ক কিছুতেই ভুলতে পারছেন না সেইফার্ট। আইপিএল চলার সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি সবার প্রথমে কী ভেবেছিলেন, তা অকপটে জানালেন কিউয়ি তারকা। আবেগে কেঁদেও ফেলেছেন কেকেআরের ক্রিকেটার।

কী ভেবেছিলেন সেইফার্ট

একের পর এক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হতেই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বিসিসিআই। সে সময় করোনা আক্রান্ত হয়েছিলেন টিম সেইফার্টও। যার জেরে স্বদেশী ক্রিকেটাররা ভারত ছেড়ে গেলেও থেকে যেতে হয়েছিল কেকেআর তথা নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে। জানিয়েছেন যে চারিদিকের পরিস্থিতি দেখে তিনি সেই সময় আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ভেবেছিলেন এবার হয়তো খারাপ কিছুই তাঁর সঙ্গে ঘটতে চলেছে। ভারতে বাড়তে থাকা কোভিড ১৯-এর দ্বিতীয় ঢেউয়ের প্রভাব এবং অক্সিজেন ও হাসপাতাল শয্যার অভাবে তাঁকেও ভুগতে হতে পারে বলে ভেবেছিলেন কেকেআরের কিউয়ি তারকা।

কীভাবে বুঝলেন যে তিনি করোনা আক্রান্ত

টিম সেইফার্ট জানিয়েছেন, কোভিড ১৯-এর সেরকম বাড়াবাড়ি লক্ষণ তাঁকে অনুভব করতে হয়নি। কিউয়ি ক্রিকেটারের কথায়, তাঁর বুকে শ্লেষ্মা জমেছিল। বুকের মাঝখানে তিনি চিনচিনে ব্যাথা ও সামান্য শ্বাসকষ্ট অনুভব করেছিলেন বলে জানিয়েছেন সেইফার্ট। কেকেআর শিবিরের ডাক্তারের পরামর্শে তাঁর কোভিড ১৯ টেস্ট করা হয়েছিল। সেই রিপোর্ট যে পজিটিভ আসবে এবং আগামী দিনগুলি তাঁর কীভাবে কাটবে, তা তিনি কল্পনায় আনতে পারেননি বলে জানিয়েছেন কেকেআরের কিউয়ি তারকা।

ইতিবাচক ভাবনাই ছিল সঙ্গী

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর টিম সেইফার্টকে চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোগশয্যায় শুয়েই কেকেআর তারকা খবর পেয়েছিলেন যে তাঁর স্বদেশী ক্রিকেটাররা ভারত ছেড়ে গিয়েছেন। সেই খবর প্রাথমিকভাবে মনকে ধাক্কা দিলেও তিনি ধীরে ধীরে নিজেকে সামলেছিলেন বলে জানিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। বক্তব্য, সেই সময় তিনি নিজের মধ্যে ইতিবাচক ভাবনা আমদানি করেছিলেন। ভেবেছিলেন নিজের পরিবারের কথা। আর দুই মাস পরে সেইফার্ট বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। হাসপাতালের বেডে শুয়ে নিজের বাগদত্তার কথাও তিনি ভেবেছেন বলে জানিয়েছেন কিউয়ি তারকা। শেষে বাড়ি ফিরতে পেরে মনের দিক থেকে অনেক হালকা হয়েছেন সেইফার্ট। যাঁকে এখনও নিজেদের দেশে কোয়ারেন্টাইন পর্ব কাটাতে হচ্ছে। ফলে ব্যাট-প্যাড-দস্তানা হাতে মাঠে নামার জন্য ছটফট করছেন কেকেআর তারকা। কেবল সেই দুঃসময়ের মুহুর্তগুলির কথা চিন্তা করে চোখের কোণে জল চলে আসছে সেইফার্টের।

কেন উইলিয়ামসনরা ইংল্যান্ডে

দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ ও ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে রয়েছেন নিউজিল্যান্ডের টেস্ট দল। দলের সীমিত ওভারের স্পেশালিস্ট ক্রিকেটাররা দেশেই নিজেদের মতো করে হালকা ছলে অনুশীলন শুরু করেছেন। মাঠে নামার অপেক্ষায় দিন গুনছেন টিম সেইফার্টও।

More IPL 2021 News  

Read more about:
English summary
KKR's cricketer Tim Seifert shares his experience after he came Covid 19 positive in India