সেনা নামানোর প্রস্তুতি
আম্ফানের ভুল আর এবার করতে চাননা মমতা। আগে থেকেই তাই সেনাকে হাতে রেখেছেন। পরিস্থিতি বুঝে সেনা নামানো হবে দুর্যোগ মোকাবিলায়। নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন সেনাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যেখানে আগে প্রয়োজন সেখানে নামানো হবে সেনা। সূত্রের খবর ইতিমধ্যেই দিঘায় সেনা কাজ করতে শুরু করে দিয়েছে।
রাত জাগবেন মমতা
আম্ফানের সময়ও রাত জেগেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নের কন্ট্রোল রুম থেকে আমফানের তাণ্ডবের উপর নজরদারি চালিয়েছিলেন তিনি। এবারও এই দুযোগের মোকাবিলায় রাত জাগবেন মমতা। নবান্নের কন্ট্রোল রুমে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব সহ আধিকারীকদের নিয়ে রাত জাগবেন তিনি। সাংবাদিক বৈঠকে মমতা জানিয়েছেন দুর্যোগের গতি রোধ করার ক্ষমতা নেই কিন্তু মানুষকে রক্ষা করবই।
তৎপর প্রশাসন
ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব মোকাবিলায় আগে থেকেই জেলা শাসক ও পুলিশ সুপারদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পূর্বমেদিনীপুর, দুই ২৪ পরগনার জেলা শাসক পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন তিনি। ৭৪ হাজার সরকারি কর্মী এবং আধিকারীক তাঁদের নানা কাজে সাহায্য করছে। গৃহবন্দি অবস্থাতেই ফিরহাদ হাকিম দফায় দফায় বৈঠক করেছেন। ৯ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে।
ভরা কোটালের সংকট
ইয়াসের মধ্যেই আবার রয়েছে ভরা কোটাল। যার জেলে নদীর জল ফুলে ফেঁপে উঠবে। গঙ্গার জলস্তর বাড়তে শুরু করেছে। নীচু এলাকায় এমনিতেই জল ঢুকে পড়বে। ইতিমধ্যেই সুন্দরবনের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণ শিবিরে খাবার এবং পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে।