গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত ইয়াস, ফুঁসছে সমুদ্র, দিঘা উপকূলে শুরু জলোচ্ছ্বাস

শঙ্কা বাড়াচ্ছে ইয়াস। আবহাওয়ার বিদদের হিসেব ওলটপালট করে দিয়ে সকালেই গভীর ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। যে গতিতে সে এগোচ্ছে তাতে বুধবার সকালেই সাগর ও পারাদ্বীপের মাঝে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। হিসেব বলছে বুধবার ভোর ৫ টা থেকে শুরু হবে ল্যান্ডফল। দুপুর ১২টা পর্যন্ত তার দাপট চলবে। তার জেরে মঙ্গলবার সকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উপকূলবর্তী এলাধিক জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে।

বুধবারেই ল্যান্ডফল

২৬ তারিখ ল্যান্ডফলের কথা থাকলেও যে গতিতে এগোচ্ছে ইয়াস তাতে বুধবার সকাল ৮টা থেকেই ল্যান্ডফল শুরু হবে ল্যান্ডফল। সাগরদ্বীপ এবং পারাদ্বীপের মাঝে ল্যান্ডফল করার কথা। সকাল ৮টা থেকে ১২টার মধ্যে ল্যান্ডফল করবে বলে মনে করছে আবহাওয়া বিদরা। ইতিমধ্যেই একাধিক উপকূলবর্তী জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। কলকাতা ও সংলগ্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত ইয়াস

হিসেব ওলট পালট করে দিয়ে আজ ভোরেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে ইয়াস। অর্থাৎ আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও শক্তিসঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হবে। এই মুহূর্তে দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস। উপকূল বর্তী এলাকায় শুরু হয়ে গিয়েছে উলোচ্ছ্বস। উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই মাইকিং শুরু হয়ে গিয়েছে।

প্রস্তত জেলা প্রশাসন

ইয়াসের প্রভাব পড়বে উপকূলবর্তী জেলা গুলিতে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং সুন্দরবলে প্রভাব বেশি পড়বে বলে জানানো হয়েছে। আগে থেকেই এই দুই জেলার পুরসভা এবং প্রশাসনিক আধিকারীকদের ছুটি বাতিল করা হয়েছে। জন প্রতিনিধিদেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সুন্দরবন উন্নয়নমন্ত্রী নিজে পরিদর্শন করেছেন। বাঁধগুলি কীভাবে সম্পূর্ণ না হওয়ায় আধিকারীকদের ধমক দিয়েছেন তিনি।

প্রস্তুত ওড়িশাও

ওড়িশাতেও প্রভাব পড়বে ঘূর্ণিঝড় ইয়াসের। পারাদ্বীপ, বালেশ্বর, জলেশ্বর এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। ওড়িশা সরকারও সব প্রস্তুতি নিয়ে রেখেছে। তীব্র গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রস্তুত রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। একই সঙ্গে এনডিআরএফকেও প্রস্তুত রাখা হয়েছে।

More CYCLONE News  

Read more about:
English summary
Cyclone Yaas turn into very severe cyclonic storm from Deep Depression may landfall on Wesdnesday