করোনা পরিস্থিতিতে নিজেদের ঘরে না বসে টলিউড তারকারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসহায়দের দিকে। যে যাঁর সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করছেন। হাসপাতালের বেড থেকে অক্সিজেন সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই খোঁজ চালাচ্ছেন তাঁর অনবরত। লকডাউনের সময় ক্ষুধার্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন টলিউডের অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা। নিজের হাতে তাঁদের মুখে তুলে দিলেন খাবার।
এ কথা তো সকলেই জানেন যে সায়ন্তিকা পশুপাখি খুবই ভালোবাসেন। এই লকডাউনের সময় তাদেরও ঠিকমতো খাবার জুটছে না। তাতে কি তাদের জন্য বাড়ি থেকে চিকেন–ভাত মেখে নিয়ে গিয়েছিলেন তিনি। তাদেরও খিদে মেটালেন সায়ন্তিকা। সায়ন্তিকা ছাড়াও আর এক সাংসদ তারকা নুসরত সেফ হোম ও কমিউনিটি কিচেন খুলেছেন। যেখানে হাল্কা ও উপসর্গ নেই এমন করোনা রোগীদের রাখা হবে। এছাড়াও দেব, পরমব্রত, ঋদ্ধি সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, অনুপম রায়, রাজ চক্রবর্তী, জুন মালিয়ারাও নিজেদের সাধ্যমতো করোনার এই কঠিন সময়ে রাজ্যের পাশে এসে দাঁড়িয়েছেন।
সবুজ সঙ্কেত পেলেই উড়তে তৈরি NDRF-এর উদ্ধারকারী বিমান, ইঞ্জিনিয়ারদের নিয়ে তৈরি ভারতীয় সেনাও