করোনা আবহে শহরের ক্ষুধার্তদের মুখে অন্ন জোগালেন অভিনেত্রী সায়ন্তিকা

করোনা পরিস্থিতিতে নিজেদের ঘরে না বসে টলিউড তারকারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসহায়দের দিকে। যে যাঁর সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করছেন। হাসপাতালের বেড থেকে অক্সিজেন সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই খোঁজ চালাচ্ছেন তাঁর অনবরত। লকডাউনের সময় ক্ষুধার্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন টলিউডের অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা। নিজের হাতে তাঁদের মুখে তুলে দিলেন খাবার।


এ বছর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা। জোরদার প্রচার চালিয়েও জয়ী হতে পারেননি তিনি। তবে তাতে হার না মেনে বরং দ্বিগুণ উৎসাহ নিয়ে বাঁকুড়ার মানুষের জন্য কাজ করে চলেছেন তিনি। দুয়ারে খাবার পৌঁছানো থেকে শুরু করে দুয়ারে অক্সিজেন প্রকল্প চালু করেছেন ইতিমধ্যেই। তৈরি করেছেন সেফ হোমও। ভোটে হেরে গিয়ে সায়ন্তিকা জানিয়েছিলেন যে তিনি বাঁকুড়ার মানুষের দুঃখের দিনে পাশে থাকবেন। তিনি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেছেন। এবার লকডাউনের সময় কলকাতা শহরে যাঁরা খেতে পারছেন না, তাঁদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী। খাবারের প্যাকেট দেওয়ার আগে, সকলের হাত স্যানিটাইজড করে মাস্ক দেওয়া হয়, তারপরই তাঁদের খাবার বিতরণ করেন সায়ন্তিকা।

এ কথা তো সকলেই জানেন যে সায়ন্তিকা পশুপাখি খুবই ভালোবাসেন। এই লকডাউনের সময় তাদেরও ঠিকমতো খাবার জুটছে না। তাতে কি তাদের জন্য বাড়ি থেকে চিকেন–ভাত মেখে নিয়ে গিয়েছিলেন তিনি। তাদেরও খিদে মেটালেন সায়ন্তিকা। সায়ন্তিকা ছাড়াও আর এক সাংসদ তারকা নুসরত সেফ হোম ও কমিউনিটি কিচেন খুলেছেন। যেখানে হাল্কা ও উপসর্গ নেই এমন করোনা রোগীদের রাখা হবে। এছাড়াও দেব, পরমব্রত, ঋদ্ধি সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, অনুপম রায়, রাজ চক্রবর্তী, জুন মালিয়ারাও নিজেদের সাধ্যমতো করোনার এই কঠিন সময়ে রাজ্যের পাশে এসে দাঁড়িয়েছেন।

সবুজ সঙ্কেত পেলেই উড়তে তৈরি NDRF-এর উদ্ধারকারী বিমান, ইঞ্জিনিয়ারদের নিয়ে তৈরি ভারতীয় সেনাওসবুজ সঙ্কেত পেলেই উড়তে তৈরি NDRF-এর উদ্ধারকারী বিমান, ইঞ্জিনিয়ারদের নিয়ে তৈরি ভারতীয় সেনাও

More KOLKATA News  

Read more about:
English summary
sayantika distributed food packet for needy person