কোভিডজয়ীদের সুস্থতার পর কতদিন পর্যন্ত যত্নে রাখা প্রয়োজন, জানিয়ে দিল এইমস

করোনা কাটিয়ে সুস্থ হওয়া বহু রোগীকেই দেখা গিয়েছে পরবর্তীকালে তিনি ব্ল্যাক ফাঙ্গাসের শিকার হচ্ছেন। এদিকে, মিডিয়া রিপোর্টে ইতিমধ্যেই জানা গিয়েছে যে ব্ল্যাক ফাঙ্গাসের পর ভারতে ইয়েলো, হোয়াইট ফাঙ্গাসের প্রকোপ বাড়ছে। এই পরিস্থিতিতে এইমসের প্রধান রণদীপ গুলেরিয়ার বক্তব্য একনজরে দেখা যাক।

Covid 19 Update : দক্ষিণ ২৪ পরগনাঃ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২৪৮ জন
কোভিড রোগীদের সুস্থতার পর পরিস্থিতি কী হতে পারে?

কোভিড রোগীদের সুস্থতার পর পরিস্থিতি কী হতে পারে?

এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলছেন, কোভিড রোগী সেরে উঠলেই তাঁর যত্ন বন্ধ করা যাবে না। বেশ কিছু ক্ষেত্রে সেরে ওঠার ৪ থেকে ১২ সপ্তাহে রোগীর দেহে পোস্ট অ্যাকিউট কোভিড উপসর্গ দেখা যেতে পারে। যদি উপসর্গ ১২ সপ্তাহের বেশি দেখা যায়, তাহলে তা 'ননকোভিড' উপসর্গ হতে পারে।

সেরে ওঠা রোগীদের মধ্যে কোন উপসর্গ দেখা যায়?

প্রসঙ্গত ,যে সমস্ত রোগী সেরে উঠেছেন তাঁদের দেহে শ্বাসকষ্ট বহু সময় দেখা যাচ্ছে। এছাড়াও ফুসফুস স্বাভাবিক থাকলেও, গলায় সর্দি , কাশি, বুকে ব্যথা, উর্ধ্বমুখী পালস রেটের সমস্যা দেখা যায়। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কেন্দ্র করে তৈরি হয়।

ফাঙ্গাসের রঙ নিয়ে বার্তা

এইমক কর্তার বার্তা , ফাঙ্গাসের রঙ নিয়ে সেভাবে বেশি আলোচনা হলেই তা বিভ্রান্তি বাড়াবে। তার চেয়ে ফাঙ্গাসের প্রকোপ ঘিরে আলোচনা বাঞ্ছনীয়। তিনি বলেন, ফাঙ্গাসের সঠিক নাম ধরে তাকে আখ্যা দেওয়া উচিত। তাঁর বার্তা , শরীরের বিভিন্ন জায়গায় এই ব্ল্যাক ফাঙ্গাস বাসা বাঁধতে পারে।

কোভিড থেকে সুস্থ হলেও আসতে পারে অবসাদ

প্রসঙ্গত, কোভিড থেকে সুস্থ হলেও, অনেকের মধ্যে আসছে অবসাদ। অনেকেই কোভিড জয় করেও মনসংযোগ দিতে পারছেন না। এমনও রয়েছেন। তাঁদের ধারাবাহিক চিকিৎসার প্রয়োজন বলে দাবি করা হচ্ছে। এমনই মত এইমস প্রধানেরও।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
AIIMS Director Randeep Guleria says Recovered Covid patients need longer care