ঘন্টায় ২ কিমি করে এগোচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস, বাংলা-ওড়িশা উপকূলে 'হলুদ বার্তা' আবহাওয়া দফতরের

পূর্বমধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas) এগোচ্ছে উত্তর-পশ্চিম দিকে। সকালের দিকে এর বেগ ছিল ঘন্টায় ২ কিমি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘন্টায় উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তা প্রবল ঘূর্ণিঝড় এবং পরবর্তী ২৪ ঘন্টায় তা অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

আম্ফানের সঙ্গে তুলনায় কতটা ক্ষতি করবে ঘূর্ণিঝড় ইয়াস, জানাল আবহাওয়া দফতর আম্ফানের সঙ্গে তুলনায় কতটা ক্ষতি করবে ঘূর্ণিঝড় ইয়াস, জানাল আবহাওয়া দফতর

ঘূর্ণিঝড়ের অবস্থান

সকাল সাড়ে এগারোটায় জারি করা আবহাওয়া দফতরের স্পেশাল বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ এর অবস্থান ছিল ১৬.৪ ডিগ্রি উত্তর অক্ষারংশ এবং ৮৯.৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। যা পোর্টব্লেয়ার থেকে ৬২০ কিমি উত্তর-উত্তর পশ্চিমে, পারাদ্বীপ থেকে ৫৩০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে, বালাসোর থেকে ৬৩০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং দিঘা থেকে ৬২০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে।

অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে

আবহাওয়া দফতরের তরপে জানানো হয়েছে আগামী ১২ ঘন্টায় প্রবল ঘূর্ণিঝড় এবং পরের ২৪ ঘন্টায় তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে পৌঁছে যাবে ২৬ মে সকাল নাগাদ। খুব সম্ভবত সেটি উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে ২৬ মে দুপুর নাগাদ।

বৃষ্টির সতর্কবার্তা

২৫ মে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। ২৬ মে বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝা়ড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টিপাতও হতে পারে। এদিনই ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদহ, কালিম্পং, দার্জিলিং-এ।

হাওয়ার সতর্কবার্তা

২৪ মে বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ-ওড়িশা-বাংলাদেস উপকূলে ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যা বেড়ে ২৫ মে সকাল নাগাদ হতে পারে ঘন্টায় ৭০ কিমি। ২৬ মে ভোরের দিকে তা বেড়ে হতে পারে ঘন্টায় ৮০ কিমি। এরপর তা বেড়ে সকাল নাগাদ পৌঁছতে পারে ঘন্টায় ১১০ কিমি বেগে। আর ল্যান্ডফলের সময়ে তা পৌঁছে যেতে পারে ঘন্টায় ১৮৫ কিমি বেগে। পরবর্তী সময়ে ২৭ মে সকালে মধ্যে তা ফের কমে গিয়ে হতে পারে ঘন্টায় ৭৫ কিমি।

প্লাবনের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরপে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একদিকে যেমন সমুদ্র উত্তাল থাকবে, অন্যদিকে, জোয়ারের কারণে ঢেউয়ের উচ্চতা হতে পারে ২-৪ মিটার পর্যন্ত। যার জেরে উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যার জেরে উপকূল এলাকায় আবহাওয়া দফতরের থেকে হলুদ বার্তা দেওয়া হয়েছে।

More CYCLONE News  

Read more about:
English summary
Cyclone yaas alert for west bengal and odisha coast yellow message on 24 may
Story first published: Monday, May 24, 2021, 15:06 [IST]