জীবন যুদ্ধে ছক্কা হাঁকাল ছোট্ট আয়াংশ, সৌজন্যে বিরুষ্কা, আমোদিত সোশ্যাল মিডিয়া

আরও একবার বড় মনের পরিচয় রাখলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে অর্থ সংগ্রহ করা থেকে কোভিড আক্রান্ত ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটারের মায়ের চিকিৎসায় আর্থিক অনুদানের পর এবার বিরলতম রোগে আক্রান্ত এক শিশুর জীবন সংগ্রামে সামিল হয়ে নজির গড়লেন বিরুষ্কা। ১৬ কোটি টাকার ওষুধ কিনতে অপারগ বাবা-মায়ের পাশে দাঁড়িয়ে অর্থ সংগ্রহের প্রচারে সামিল হন তারকা দম্পতি। টাকা দেন নিজেরাও।

আয়াংশের রোগ এবং ওষুধ

বিরলতম স্পাইনাল মাসকুলার আটরোফি (spinal muscular atrophy) বা এসএমএ রোগে আক্রান্ত হয়েছে একরত্তি আয়াংশ গুপ্ত। তাকে সুস্থ করতে যে ওষুধের প্রয়োজন, সেই জোলগেনসমার (Zolgensma) দাম ১৬ কোটি টাকা। মধ্যবিত্ত ঘরের দম্পতির পক্ষে তাঁদের পুত্রের জন্য যে সেই ওষুধ কেনার কোনও সম্বল থাকবে না, সেটাই স্বভাবিক।

সোশ্যাল মিডিয়ায় প্রচার

পুত্রের জন্য ১৬ কোটি টাকার ওষুধ কেনা অসম্ভব বুঝেই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছিলেন গুপ্তা দম্পতি। নেট দুনিয়ায় ভাইরাল হয় তাঁদের AyaanshFightsSMA, #saveayaanshgupta, #Zolgensma, #Ayaansh শীর্ষক প্রচার। গোটা বিষয়টি অনুধাবন করার পর সেই প্রচারকে আরও আলোকিত করার চেষ্টা করেন টিম ইন্ডিয়ার অধিনায়রক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা। তাঁরা নিজেরাও ছোট্ট আয়াংশের জন্য তৈরি করা তহবিলে অর্থ দান করেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ১৬ কোটি টাকা জোগাড় সক্ষম হয় ওই শিশুর বাবা ও মা।

বিরুষ্কাকে ধন্যবাদ

বিরলতম এসএমএ রোগে আক্রান্ত আয়াংশ গুপ্তার জন্য প্রাণদায়ী ওষুধ সংগ্রহে যে বা যারা প্রাণখুলে সাহায্য করেছেন, তাঁদের প্রত্যেকের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই শিশুর বাবা ও মা। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে বিশেষ ধন্যবাদ জানাতেও তাঁরা ভোলেননি। লিখেছেন, জীবন যুদ্ধের এই ম্যাচে ছক্কা হাঁকাতে তাঁদের সাহায্য করেছেন বিরুষ্কা।

বিরুষ্কার উদারতা

করোনা ভাইরাসের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধে যখন গোটা ভারত এককাট্টা, তখন সে লড়াইকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে আসেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়া তথা আরসবি অধিনায়ক ও তাঁর স্ত্রী তথা অনুষ্কা শর্মা একত্রে সরকারের করোনা খাতে ২ কোটি টাকা দান করেছিলেন। পাশাপাশি তাঁরা নিজেরাই এক তহবিল তৈরি করেছিলেন। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনে সামিল হয়ে সেই তহবিলে নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে ১১ কোটিরও বেশি টাকা জমা করেছিলেন।

More VIRAT KOHLI News  

Read more about:
English summary
Virat Kohli and Anushka Sharma raise funds for world's most expensive drug to save kid's life