শিক্ষামন্ত্রী নন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কেন বোর্ডের পরীক্ষায় রাজ্যগুলির সাথে বৈঠকে

সাম্প্রতিক সময়ে কেন্দ্র-রাজ্য সম্পর্ক তলানিতে ঠেকেছে। আর এই সম্পর্ককে এক নতুন মাত্রা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নিয়ে মতানৈক্যে পৌঁছতে তিনি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপর নির্ভর করছেন। শিক্ষামন্ত্রীর উপর কি তাহলে আস্থা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর?

লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাঁদের পরিবারকে নিয়ে এটা একটা জটিল বিষয় তৈরি হয়েছে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ঘিরে। এই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ক্যাবিনেটের সদস্য রাজনাথ সিংকে দায়িত্ব দিয়েছেন জটিল বিষয় সমাধানের। রাজ্য শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করার জন্য তিনি রাজনাথ সিংকে বেছে নিয়েছেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল বা তাঁর পূর্বসূরী প্রকাশ জাভড়েকার এবং স্মৃতি ইরানির উপস্থিতি ছিল 'অতিথি'র মতো। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে গুরুদায়িত্ব সামলাতে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি রাজ্যগুলির সঙ্গে বৈঠকে জেইই এবং নিটের মতো দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা এবং প্রবেশিকা পরীক্ষার জন্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেছেন।

বিজেপির এক প্রবীণ নেতা বলেছেন, "এটি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দক্ষতার প্রতি আস্থার অভাব নয়। যেহেতু কয়েকজন মুখ্যমন্ত্রীও বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন, সেহেতু রাজনাথের মতো অভিজ্ঞ মন্ত্রীকে সভাপতিত্বের দায়িত্ব দিয়েছেন। পরীক্ষার বিষয়টি এত সংবেদনশীল যে প্রধানমন্ত্রী ভেবেছিলেন রাজনাথ সিংয়ের মতো একজন প্রবীণ নেতা ঐকমত্যে পৌঁছানোর পক্ষে উপযুক্ত হবেন।"
ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে এবং রাজস্থানের অশোক গেহলট-সহ অন্য বিজেপি-শাসিত রাজ্যগুলির অনেক মুখ্যমন্ত্রী রয়েছেন। এর আগেও মোদী রাজনাথ সিংয়ের উপর আস্থা রেখেছিলেন। বিতর্কিত কৃষি আইন নিয়ে আন্দোলনরত কৃষকদের সাথে অচলাবস্থা ভাঙার চেষ্টা করেছিলেন রাজনাথকে দিয়ে।

More NARENDRA MODI News  

Read more about:
English summary
Narendra Modi depends on defence minister Rajnath Singh for meet with states on board exams.
Story first published: Monday, May 24, 2021, 23:38 [IST]