সাউদাম্পটন: আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (World Test Championship fina) শুরু হতে আরও এক মাসও বাকি নেই৷ স্বাভাবিকভাবেই ঐতিহাসিক এই ফাইনাল ঘিরে পারদ চড়ছে ক্রিকেটমহলে৷ ১৮-২২ জুন সাউদাম্পটনের(Southampton) অ্যাজেল বোলে(Ageas Bowl) প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত (India) ও নিউজিল্যান্ড (New Zealand)। লড়াইয়ের মাসখানেক আগে থেকেই টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্তকে সমীহ করছেন নিউজিল্যান্ডের বোলিং কোচ (bowling coach) শেন জুরগেনসেন(Shane Jurgensen)৷
সাম্প্রতিক অতীতে আন্তর্জাতিক সার্কিটে দুর্ধর্ষ ব্যাটিংযের জন্য বিশ্বক্রিকেটে চর্চার শিরোনামে ঋষভ পন্ত (Rishabh Pant)৷ স্বভাবতই ইংল্যান্ডের মাটিতে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) হোক কিংবা রুটদের (Joe Root) বিপক্ষে টেস্ট সিরিজ, উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ‘ডাকাবুকো’ পন্তই বিরাট কোহলির প্রথম পছন্দ সে বিষয়ে কোনও সন্দেহ নেই৷ ভারতীয় ব্যাটিংয়ের মিডল-অর্ডারে পন্তের উপস্থিতিকে সমীহ করছেন কিউয়ি বোলিং কোচ৷ পন্তকে বিপজ্জনক ব্যাটসম্যান অ্যাখ্যা দিয়ে জুরগেনসেন বলেন, ‘পন্ত হল একজন বিপজ্জনক ব্যাটসম্যান৷ ও যে কোনও সময় ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারে৷ আমরা দেখেছি, ও কীভাবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছে৷ ও অত্যন্ত ইতিবাচক ব্যাটসম্যান৷ তবে ওর উইকেট নেওয়ার ক্ষমতা আমাদের বোলারদের রয়েছে৷’
সাউদাম্পটনের (Southampton) আবহাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship final) কিউয়ি বোলারদের এগিয়ে রাখছেন অনেকেই৷ পাশাপাশি ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলার আগে এখানেই ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দু’টি টেস্ট খেলতে নামছে নিউজিল্যান্ড (New Zealand)৷ ২ জুন থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড দুই টেস্টের সিরিজ৷ ফলে বন্দর শহর সাউদাম্পটনের আবহাওয়া ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুবিধা পাবেন কিউয়ি ক্রিকেটাররা৷ নিজের দলের বোলারদের সম্পর্কে কিউয়ি কোচের বক্তব্য, ‘আমাদের বোলারদের নিজেদেরকে প্রয়োগ করতে হবে৷ তাহলে পন্তের রান করতে সমস্যা হবে৷ ও ফ্রি-ফ্লোয়িং ব্যাটসম্যান৷ ওকে থামানো সহজ হবে না৷ এটা আমাদের মাথায় রাখতে হবে৷
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (World Test Championship final) ও ইংল্যান্ড সফরের (England Tour) আগে এই মুহূর্তে মুম্বইয়ে টিম হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা৷ ২ জুন লন্ডনের বিমান ধরবে কোহলি অ্যান্ড কোং৷ সেখান থেকে সাউদাম্পটনে পৌঁছে আরও ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের৷ তবে এই সময়ের মধ্যে অবশ্য প্র্যাকটিসের সুযোগ পাবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.