কলকাতা: দেশের অন্য একাধিক রাজ্যের পাশাপাশি করোনার (Corona Virus) সেকেন্ড ওয়েভ (Second Wave) জোর ধাক্কা দিয়েছে বাংলাকেও (Bengal) । রাজ্যজুড়ে মাত্রাছাড়া সংক্রমণ। বাড়ছে মৃত্যু। সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে (Hospitals) বেডের (Bed) আকাল। এই পরিস্থিতিতে করোনা রোগীদের সাহায্যার্থে এগিয়ে এল কলকাতার (Kolkata)ডন বসকো স্কুল (Don Bosco School) । কয়েকটি সংগঠনকে সঙ্গে নিয়ে শহর কলকাতার এই বেসরকারি স্কুলে করোনা আক্রান্তদের জন্য ৩০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। অল্প খরচে করোনা রোগীদের দেখভালের ব্যবস্থা হয়েছে। খাবার, ওষুধ থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এই স্কুলে। ইতিমধ্যেই বেশ কয়েকজন রোগীর চিকিৎসা শুরু হয়েছে ডন বসকো স্কুলে।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বাংলায়। মাঝে সংক্রমণ কমলেও তা ফের বিপজ্জনক রূপ নিয়েছে। সেকেন্ড ওয়েভের শুরু থেকে নতুন করে হাজার-হাজার মানুষ সংক্রমিত হয়ে পড়তে শুরু করেছেন। বাড়ছে মৃত্যু। রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে বেডের আকাল। শহর কলকাতা তো বটেই রাজ্যের জেলাগুলির (Districts) হাসপাতালগুলিরও একই দশা। বেড নেই। হাসপাতাল-নার্সিংহোমে ঘুরে ঘুরেও বেড পাচ্ছেন না বহু রোগী। এঁদের মধ্যে অনেকেরই অবস্থা সংকটজনক। গোটা রাজ্যের মধ্যে করোনার সংক্রমণ বিপজ্জনক রূপ নিয়েছে তিলোত্তমা মহানগরীতে। কলকাতার একাধিক এলাকায় চোখ রাঙাচ্ছে করোনা।

এই পরিস্থিতিতে এবার করোনা রোগীদের পাশে দাঁড়াল কলকাতার বেসরকারি স্কুল ডন বসকো। দুটি সংগঠনকে সঙ্গে নিয়ে শহর কলকাতার এই বেসরকারি স্কুল কর্তৃপক্ষ করোনা আক্রান্ত (Covid Patients) রোগীদের জন্য ৩০টি বেডের ব্যবস্থা করেছে। কম খরচে করোনা রোগীদের দেখভালের ব্যবস্থা হয়েছে স্কুলে। রোগীদের খাবার, ওষুধ থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এই স্কুলে। ইতিমধ্যেই বেশ কয়েকজন রোগীর চিকিৎসা শুরু হয়েছে ডন বসকো স্কুলে।

করোনার সংক্রমণে লাগাম টানতে রাজ্যে কার্যত লকডাউন (Lockdown) চলছে। তাতেও সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না। প্রতিদিন রাজ্যজুড়ে নতুন করে হাজার-হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। রবিবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪২২ জন। এর মধ্যে কলকাতায় (Kolkata) একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ০৫৬ জন। সংক্রমণের নিরিখে এদিন কলকাতাকেও টপকে গিয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) । উত্তর ২৪ পরগনা জেলায় একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৭১ জন। দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪৮ জন । সংক্রমণ ছড়িয়েছে রাজ্যের বাকি জেলাগুলিতেও।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.