ক্রাইম ব্রাঞ্চের হাতে তদন্তভার
২৩ বছরের প্রাক্তন জাতীয় জুনিয়র কুস্তি চ্যাম্পিয়ন সাগর রানা হত্যাকাণ্ডের তদন্তে নেমে পড়ল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সোমবার অপরাধদমন শাখার কর্তাদের হাতে মামলার ফাইল তুলে দিয়েছে দিল্লির উত্তর-পশ্চিম জেলার পুলিশ। অর্থাৎ তরুণ কুস্তিগীরের খুনের ঘটনায় ধৃত সুশীল কুমার ও তাঁর সহযোগী অজয়কে এখন ক্রাইম ব্রাঞ্চ কর্তাদের মুখোমুখি হতে হবে।
সুশীলের ফাঁসির দাবিতে সরব সাগরের পরিবার
অলিম্পিকে জোড়া পদকজয়ী সুশীল কুমারের ফাঁসির দাবিতে সরব হয়েছেন ছত্রসল স্টেডিয়ামে খুন হওয়া সাগর রানার পরিবারের সদস্যরা। খেলোয়াড় জীবনে অলিম্পিক সহ বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট থেকে অর্জন করা পদক ও স্বীকৃতি সুশীলের কাছ থেকে কেড়ে নেওয়ার দাবিতেও সরব হয়েছেন মৃত কুস্তিগীরের বাবা ও মা। তাঁদের আশঙ্কা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশি তদন্তে বাধাদান করতে পারেন কমনওয়েলথ সোনাজয়ী ভারতীয় কুস্তিগীর। তাই এই মামলার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে সাগর রানার পরিবার।
সুশীলের গুরু হওয়ার যোগ্যতা নেই
মৃত সাগর রানার পরিবারের তরফে জানানো হয়েছে, ওই ২৩ বছরের কুস্তিগীর ৩৭ বছরের সুশীল কুমারকে নিজের মেন্টর বা গুরু হিসেবে মানতেন। অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগীরের স্ত্রী-র নামে থাকা বাড়িতে থেকেই সাগর তালিম নিতেন বলে জানিয়েছে তাঁর পরিবার। কিন্তু ৪ মে-র ঘটনার পর গুরু হওয়ার যোগ্যতা সুশীল হারিয়েছে বলে মনে করেন মৃত কুস্তিগীরের বাবা ও মা।
ছত্রসল স্টেডিয়ামের ভিডিও ফুটজ প্রকাশ্যে চান সুশীল
সাগর রানাকে যেদিন খুন করা হয়, সেদিন তিনি ছত্রসল স্টেডিয়ামে ছিলেন বলে পুলিশি জেরায় কবুল করে নিয়েছেন সুশীল কুমার। শেষ ১৮ দিন কীভাবে, কোন কোন এলাকায় ফোনের সিম পরিবর্তন করে তিনি আত্মগোপন করেছিলেন, তাও তদন্তকারীদের জানিয়েছেন দেশের তারকা কুস্তিগীর। তা বলে খুনের ঘটনায় তাঁর প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যোগের কথা স্বীকার করতে রাজি হননি সুশীল। নিজেকে নির্দোষ প্রমাণে ছত্রসল স্টেডিয়ামের সেদিনের ঘটনার ফুটেজ প্রকাশ্যে আনার দাবিও তুলেছেন ভারতের গর্ব।
দিল্লি থেকেই ধরা পড়েন সুশীল
৪ মে দিল্লির ছত্রসল স্টেডিয়ামে সাগর রানাকে খুন করা হয়েছিল। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলার পর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সুশীল কুমারকে দিল্লির মুন্দকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় তাঁর সহযোগী অজয়কেও। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার পিএস কুশওয়াহা জানান, পাঞ্জাব থেকে দিল্লি পৌঁছেছিলেন সুশীল। গোপন সূত্রে পাওয়া খবরের প্রেক্ষিতে পুলিশের বিশেষ দলের অভিযানে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানান কুশওয়াহা।