সিবিআইয়ের আবেদন খারিজ করে নারদ মামলার শুনানি শুরু, কোন পথে চার হেভিওয়েটের ভাগ্য

কলকাতা হাইকোর্টে নারদ মামলার শুনানি শুরু। আর মামলার শুরুতেই শুনানি এক দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানালেন সিবিআইয়ের সলিসিটর জেনারেল তুষার মেহতা। পালটা জবাব অভিযুক্তদের আইনজীবীদের। শুনানিতে মনু সিংভি বলেন, সিবিআই যা ইচ্ছা করছে। বিরোধীদের কথা বলার সুযোগ দিচ্ছে না বলেও অভিযোগ অভিযুক্ত পক্ষের আইনজীবীদের।

এদিন শুনানিতে বৃহত্তর বেঞ্চ একের পর প্রশ্ন ছুঁড়ে দেন সিবিআইয়ের আইনজীবীকে। এমনকি শুনানিতে ইয়াসের বিষয়টিও সামনে আসে। শীঘ্রই পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। আগামী দিনগুলিতে আদালত হয়তো এই বিষয়ে শুনানি করতে পারবে না। তাই এই বিষয়টিও মাথায় রাখতে হবে। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ।

অন্যদিকেআদালতকে আইনজীবী সিদ্ধার্থ লুথরা জানালেন, ''নেতা-মন্ত্রীদের যে আইন মোতাবেক গ্রেফতার করা হয়নি, তা তদন্তকারী সংস্থাটি সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে।'' জবাবে কেন্দ্রের সলিসিটর জেনারেল মেহতা পাল্টা জানতে চাইলেন, ''মুখ্যমন্ত্রী বলছেন, আমাকে গ্রেফতার করুন এটাও কি আইন অনুযায়ী হয়েছিল? আমার মনে হয় এই সব প্রসঙ্গ তুলে রাস্তাঘাটের ঝগড়ার স্তরে নিজেদের না নামানোই উচিত।''

বিস্তারিত আসছে...

More NARADA STING OPERATION News  

Read more about:

narada sting operation

English summary
narada case start hearing at larger bench of calcutta high court