কোন কোন বিমানবন্দর ঘিরে আশঙ্কা
বালাসোরের কাছে ল্যান্ডফল হতে পারে বঙ্গোপসাগেরর দানবীয় সাইক্লোন ইয়াসের। এমন পরিস্থিতিতে এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়া সোমবারই পূর্বভারতের একাধিক বিমানবন্দরে অ্যালার্ট জারি করেছে। জানা গিয়েছে, কলকাতা, ভুবনেশ্বর, ঝাসরগুড়া, দুর্গাপুর বিমানবন্দরে এর প্রভাব পড়তে পারে।
বিপর্যস্ত হতে পারে বিমান পরিষেবা
কলকাতা, ভুবনেশ্বর, ঝাসরগুড়া, দুর্গাপুর বিমানবন্দরে সাইক্লোনের প্রবল প্রভাব পড়তে পারে। কারণ বাংলা , ওড়িশার ওপর দিয়ে বয়ে গিয়ে এই সাইক্লোনের অভিমুখ যাবে ঝাড়খন্ডের কাছে। এই মর্মে ভাইজাগ, বাগডোগরা, রাঁচি, পাটনা, জামশেদপুর, রাইপুর বিমানবন্দরকেও অ্যালার্টে রাখা হয়েছে।
প্রবল বেগে আছড়ে পড়তে চলেছে
এখনও পর্যন্ত যা খবর, তাতে আগামী ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের ওপর আছড়ে পড়তে পারে। তবে আবহবিদদের সাম্প্রতিক অনুমান, নির্দিষ্ট সময়ের আগেই ইয়াস প্রবল বেগে আছড়ে পড়তে চলেছে। আর তার জেরেই বাংলা ও ওড়িশা দুই রাজ্যেই লকডাউনের একাধিক বিধি শিথিল রয়েছে।
ইয়াস ট্র্যাকার
মঙ্গলবার শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস। এরপর বঙ্গোপসগার থেকে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে থাকবে এই ঝড়। বুধবারই তা বালাসোরের কাছে আছড়ে পড়তে পারে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই মেদিনীপুর , দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া , হুগলিতে ভারি বৃষ্টি হতে পারে।