দিঘা উপকূলের কাছে অবস্থান
আর কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। আন্দামান থেকে তীব্র গতিতে এগিয়ে আসছে সে। এইমুহূর্তে দিঘা থেকে ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ইয়াস। তীব্র তার গতি। আরও শক্তিসঞ্চয় করতে পারে ইয়াস এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। সেদিকেই নজর রেখে চলেছেন তাঁরা।
ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিমি গতিবেগ
ইয়াসের গতিবেগ ক্রমশ বাড়ছে। ঘণ্টায় ১৫০ েথকে ১৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস প্রাথমিক ভাবে এমনই সতর্কতা জারি করা হয়েছে। দিঘা এবং পারাদ্বীপের মধ্যবর্তী স্থানে ল্যান্ড ফল করার কথা ইয়াসের। ইতি মধ্যেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ইয়াসের দাপটে সমুদ্রের ঢেউ ২০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। দিঘা উপকূলে এই সময় কেউ যাতে না থাকেন তার জন্য সতর্ক করা হয়েছে।
ঝড় বৃষ্টি শুরু
গতকাল রাত থেকেই জানান দিতে শুরু করেছে ইয়াস। উপকূলবর্তী জেলা গুলিতে শুরু হয়ে গিয়েছে ঝড়বৃষ্টি। তার সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। হাওড়ার গতিবেগ ক্রমশ বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দুপুরের পর থেকে আবহাওয়ার আরও অবনতি হবে। ইতিমধ্যেই এই নিয়ে উপকূলবর্তী জেলার বাসিন্দােদর সতর্ক করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়বে। পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।
উপান্ন থেকে নজরদারি
আজ রাত জাগবেন মুখ্যমন্ত্রী। উপান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম।সেখান থেকেই নজরদারি চালাবেন তিিন। আম্ফানের সময়ও উপান্ন থেকেই নজরাদারি চালিয়েছিলেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় এবার আগে থেকেই তৎপর রাজ্য সরকার। উপকূলবর্তী জেলা এবং কলকাতা পুরসভা আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে। সব পুরকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।