ব্ল্যাক এবং হোয়াইট ফাঙ্গাসের পর আরও এক মারণ ছত্রাকের হদিশ মিলল। এবার ইওলো ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়ল। রাজধানী দিল্লির গাজিয়াবাদে এক ব্যক্তির শরীরে ধরা পড়েছে ইয়োলো ফাঙ্গাসের সংক্রমণ। ব্ল্যাক এবং হোয়াইট ফাঙ্গাসের থেকেই ভয়ঙ্কর এই ইয়োলো ফাঙ্গাস জানিয়েছেন চিকিৎসকরা।