সোনার দাম ৫০ হাজারের সামান্য নিচে, ২৪ মে কলকাতায় দর একনজরে

সোনার দাম ভারতের বাজারে ফের একবার চার মাসে সবচেয়ে বেশি বাড়তে শুরু করল। এদিন ৫০ হাজার টাকার থেকে খানিকটা নিচে রয়েছে সোনার দাম। ডলারের দাম দুর্বল হতে থাকায় রীতিমতো সোনার দামের গতি উর্ধ্বে যেতে থাকে। ২৪ মে সোনার দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখে নেওয়া যাক।

সোনার দাম

সোনার দাম ২৪ মে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.২৪ শতাংশ বেড়েছে। যা গত চার মাসের নিরিখে , সবচেয়ে বেশি। ১০ গ্রামে সোনার দাম এদিন দাঁড়িয়েছে ৪৮,৫১৯ টাকা। ফলে সোনার দাম আপাতত ৫০ হাজার টাকার খানিকটা নিচে নেমে গিয়েছে।

রুপোর দাম

২৪ মে ১ কেজিতে রুপোর দাম ৭১,৪৪০ টাকা হয়েছে। গত সেশনে রুপোর দাম ০.২২ শতাংশ কমে যায়। তবে এদিন রুপোর দাম ০.৫ শতাংশ বেড়েছে। বিয়ের মরশুমে এদিন রুপোর দাম ৭১,৪৪০ টাকা ও সোনার দাম ৪৮ হাজারের ঘরে থাকার নেপথ্যে ক্রিপ্টো কারেন্সির গতিপ্রকৃতি রীতিমতো প্রভাব ফেলেছে।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,০৩০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম হয়েছে ৫০,৮০০ টাকা। সোনার দাম গত কয়েকদিনে রীতিমতো কমতির দিকে যেতে শুরু করে। পরবর্তীকালে আদ সপ্তাহের শুরুতেই কার্যত চাঙ্গা হয়েছে সোনার দাম।

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৯৮০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,১৩০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্য়ারেটে ৪৬,০০০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭,০০০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৬,৯৩০ টাকা। ২৪ ক্যারেটে দিল্লিতে সোনার দাম ৫০,৮৩০ টাকা।

(তথ্য সূত্র- গুড রিটার্নস )

More GOLD News  

Read more about:
English summary
Gold Price today in India and Kolkata latest update for May 24, 2021 in Bengali
Story first published: Monday, May 24, 2021, 14:53 [IST]