ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস
আসছে সে। সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। বুধবার সকালেই সাগরদ্বীপ থেকে পারাদ্বীপের মধ্যেবর্তী কোনও একটি জায়গায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। ইতিমধ্যেই তার মোকাবিলায় প্রস্তুত ওড়িশা ও বাংলা। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ এবং রাজ্য বির্যয় মোকাবিলা বাহিনী। প্রয়োজনে সেনা সাহায্যও নেওয়া হতে পারে।
ট্রেন বাতিল
ইয়াসের তাণ্ডবের আশঙ্কায় আগে থেকেই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। পূর্বরেলের পক্ষ থেকে ২৫টি ট্রেন বাতিল করা হয়েছে। টুইট করে সেই ট্রেনের তালিকা প্রকাশ করেছে পূর্বরেল। একই সঙ্গে লিখিল বিবৃতি দিয়েও তালিকা প্রকাশ করা হয়েছে। আগে থেকেই রেলের তরফে এই দুর্যোগ মোকাবিলায় একাধিক পদক্ষেপ করা হয়েছে। কারশেডে ট্রেন গুলিকে শিকল দিয়ে বেধে রাখা হয়েছে ওভারহেডের ছিড়ে গেলে যাতে দ্রুত তার মেরামত করা যায় তার প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে। রেল হাসপাতালগুলিকে সতর্ক রাখা হয়েছে।
|
কোন ট্রেন বাতিল
গুয়াহাটি-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট, এর্নাকুলম-পাটনা জংশন আজ এবং মঙ্গলবার বাতিল করা হয়েছে। মুজফ্ফরপুর-যশবন্তপুর, নিউ তিনসুকিয়া-তামবরম, গুয়াহাটি-যশবন্তপুর স্পেশ্যাল ট্রেন বাতিল। আগামিকাল ত্রিবান্দ্রম সেন্ট্রাল-শিলচর স্পেশাল, পাটনা জংশন-পুরী, বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-আগরতলা স্পেশ্যাল, আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্পেশালও বাতিল করা হয়েছে। ভাগলপুর-যশবন্তপুর, সিজি তামবরম, কামাখ্যা-যশবন্তপুর, এমজিআর চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল ট্রেন বাতিল করা হয়েছে। বুধবার ছাড়ার কথা ছিল ট্রেনটি। চলতি সপ্তাহে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
ইয়াসের দাপটে উত্তাল সমুদ্র! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় অমিত শাহের সঙ্গে জরুরি বৈঠকে মমতা
এগোচ্ছে ইয়াস
দুরন্ত গতিতে বঙ্গোপসাগর থেকে ভূমির দিকে এগোচ্ছে ইয়াস। ৯৯ কোম্পানি এনডিআরএফ বাংলা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাডু ও আন্দামান নিকোবরে মোতায়েন করা হয়েছে। ১৭০ থেকে ১৮০ কিলোমিটার বেডে স্থলভূমিতে ঢুকবে ইয়াস। আম্ফানের মতোই বিধ্বংসী হতে চলেছে এর দাপট। আশঙ্কায় প্রহর গুণছেন দুই রাজ্যের বাসিন্দারা।