ফের করোনা যুদ্ধে দিলদরিয়া হার্দিক-ক্রুণাল, দেশবাসীর কাছে সামাজিক আবেদন

করোনা ভাইরাসের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধে আরও একবার দেশের পাশে দাঁড়িলেন হার্দিক ও ক্রুণাল পান্ডিয়া। কঠিন সময়ে দেশবাসীর কাছে সামাজিক আবেদনও করেছেন দুই ভারতীয় ক্রিকেটার। একত্রে এই কঠিন যুদ্ধ জয় করা সম্ভব বলে মনে করেন পান্ডিয়া ভাইয়েরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের এ সংক্রান্ত টুইট।

দেশে অক্সিজেনের সঙ্কট মেটাতে বড় পদক্ষেপ সৌরভের বিসিসিআইয়েরদেশে অক্সিজেনের সঙ্কট মেটাতে বড় পদক্ষেপ সৌরভের বিসিসিআইয়ের

ক্রুণাল পান্ডিয়ার টুইট

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ক্রুণাল পান্ডিয়ার এক টুইট। যেখানে কোভিড সেন্টারগুলির জন্য আরও অক্সিজেন সরবরাহের কথা জানিয়েছেন ভারতীয় অল রাউন্ডার। তিনি বাক্সে মোড়া কনসেনট্রেরের ছবিও পোস্ট করেছেন। সেই সঙ্গে সকলের সুস্বাস্থ্যও কামনা করেছেন ক্রুণাল। ক্রিকেটারের সেই পোস্ট নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

হার্দিক পান্ডিয়ার টুইট

দাদা ক্রুণাল পান্ডিয়ার পোস্টটি রি-টুইট করেছেন ভাই হার্দিক পান্ডিয়া। লিখেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে অতি কঠিন যুদ্ধের মাঝে দাঁড়িয়ে রয়েছে ভারত। একত্রে এ লড়াই লড়লে, জয় নিশ্চিত বলে মনে করেন টিম ইন্ডিয়ার অল রাউন্ডার। দেশের প্রতিটি নাগরিকের কাছে হার্দিকের এই সামাজিক আবেদন নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

এর আগেও এগিয়ে এসেছিল পান্ডিয়া পরিবার

এর আগেও কোভিড ১৯-এর দুঃসহ সময়ে দেশের প্রত্যন্ত গ্রামগুলিতে ২০০টি অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দিয়েছিল হার্দিক ও ক্রুণাল পান্ডিয়ার পরিবার। তাঁদের আরও একবার একই উদ্যোগ নিতে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে দেশের ক্রিকেট মহল। করোনা কালে দেশের পাশে দাঁড়িয়েছেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানের মতো দেশের ক্রিকেট ব্যক্তিত্বরাও। সামাজিক কর্মযজ্ঞে সামিল হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।

শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি

আগামী জুন মাসে টেস্ট খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেই দলে সুযোগ পাননি হার্দিক এবং ক্রুণাল পান্ডিয়া। তা বলে তাঁরা নিজেদের প্রস্তুতিতে কোনও রকম ঘাটতি রাখতে চান না। জুলাইতে শ্রীলঙ্কা সফরে যাবে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহহীন টিম ইন্ডিয়া। ওই সিরিজে পান্ডিয়া ভাইদের যে বাড়তি দায়িত্ব নিতে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Hardik and Krunal Pandya send more oxygen concentrators to fight against coronavirus
Story first published: Monday, May 24, 2021, 15:51 [IST]