উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ উত্তরবঙ্গের কোনও জেলাতে ঝড়ের সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে পরবর্তী ২-৩ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী তিন থেকে চারদিনে দিনের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ইয়াসের ল্যান্ডফল বালাসোরে
এদিন আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, ইয়াসের ল্যান্ডফল হতে চলেছে ওড়িশার বালাসোরে। এর আগে জানানো হয়েছিল পারাদ্বীপ থেকে সাগরের মধ্যে কোনও এক জায়গায় ল্যান্ড ফল করতে যাচ্ছে। এদিন স্পষ্ট করে বালাসোরের নাম বলা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে এও বলা হয়েছে, ল্যান্ডফল ওড়িশায় হওয়ায় আম্ফান কিংবা তার আগে আয়লার মতো ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে চলেছে কলকাতা-সহ এই রাজ্য।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৭.৮ (৩৮.১)
বালুরঘাট ৩৬.৬ (৩৫)
বাঁকুড়া ৩৮.২ ( ৩৭.৩)
ব্যারাকপুর ৩৪ (৩৭.৪)
বহরমপুর ৩৪.৮
বর্ধমান ৩৭.৮ (৩৮.৪ )
ক্যানিং ৩৫.৮ (৩৭.৬)
কোচবিহার ৩৭.২ (৩৬.৯)
দার্জিলিং ২১.৬ ( ২১)
দিঘা ৩২.৪ (৩৮)
কলকাতা ৩৪.১ (৩৭.৬)
মালদহ ৩৭.২ (৩৭.২)
পানাগড় ৩৬.৬ (৩৮.১)
পুরুলিয়া ৩৬.৩ (৩৮.৩)
শিলিগুড়ি ৩৮.৮ (৩৭.১)
শ্রীনিকেতন ৩৬.৬ (৩৭.৪)