করোনা আক্রান্ত কিংবদন্তি মিলখা সিং ভর্তি হাসপাতালে, উৎকণ্ঠায় গুণমুগ্ধরা

কিংবদন্তি অলিম্পিয়ান তথা প্রাক্তন ভারতীয় দৌড়বিদ মিলখা সিংয়ের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল গত ২০ মে। আজ তাঁকে হাসপাতালে ভর্তি করতে হলো। স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় গুণমুগ্ধরা।

বাড়ির পরিচারকদের করোনা ধরা পড়ায় করোনা পরীক্ষা করানো হয় মিলখা সিংয়ের পরিবারের সদস্যদের। মিলখা সিংয়ের রিপোর্ট পজিটিভ এসেছিল। তাঁর স্ত্রী তথা ভারতীয় ভলিবল দলের প্রাক্তন অধিনায়ক নির্মল কৌর-সহ বাকিদের রিপোর্ট নেগেটিভ আসে। সেদিনই মিলখা সিং জানিয়েছিলেন, রিপোর্ট দেখে তিনি অবাক হয়ে যান। কারণ কোনও উপসর্গই ছিল না। যদিও এদিন তাঁকে হাসপাতালে ভর্তির কথা জানিয়েছেন মিলখা সিংয়ের পুত্র তথা বিশিষ্ট গল্ফার জীভ মিলখা সিং। তিনি জানান, চণ্ডীগড়ের বাড়িতে গত বুধবার থেকেই আইসোলেশনেই ছিলেন কিংবদন্তি এই স্প্রিন্টার। আজ তাঁকে মোহালির ফর্টিস হাসপাতালে ভর্তি করানো হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৯১ বছরের মিলখা সিংয়ের শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে। জীভ মিলখা সিং আরও জানান, গতকাল থেকে তিনি ক্লান্তি অনুভব করছিলেন। খেতে পারছিলেন না। তখনই আমরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিই। এমনিতে আর কোনও সমস্যা ছিল না। তবে সিনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই আশাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেটাই সবচেয়ে বেশি নিরাপদ বলে আমাদের মনে হয়েছে। ভালো চিকিৎসকরাই তাঁকে যত্ন নিয়ে দেখছেন। শারীরিক দিক থেকে তো বটেই মনের জোরও তাঁর খুব রয়েছে। সব সময় পজিটিভ থাকবেন। দ্রুতই সুস্থ হয়ে যাবেন।

Wishing speedy recovery to ‘Flying Sikh’ Milkha Singh Ji who has been admitted in hospital in Mohali for #Covid19 treatment. Get well soon Sir! pic.twitter.com/Kthbqqrkk2

— Capt.Amarinder Singh (@capt_amarinder) May 24, 2021

ফ্লাইং শিখ মিলখা সিংয়ের আরোগ্য কামনা করে টুইট করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। নির্মল কৌর জানিয়েছিলেন, পিজিআইএমইআরের থেকে একজন অ্যাটেনডেন্টকে মিলখা সিংয়ের দেখভালের জন্য তাঁর বাসভবনে রাখা হয়েছিল। অক্সিজেনের ব্যবস্থাও ছিল। উল্লেখ্য, এশিয়ান গেমসে চারবার সোনা জিতেছেন মিলখা সিং। ১৯৫৮ সালের কমনওয়েলথ গেমসেও চ্যাম্পিয়ন হন। তাঁর সেরা কৃতিত্ব ১৯৬০ সালের রোম অলিম্পিক্সে চারশো মিটারের ফাইনালে চতুর্থ স্থান অধিকার করা। ইতালির রাজধানীতে অলিম্পিক্সের আসরে তিনি যে সময় করেছিলেন তা জাতীয় রেকর্ড ছিল ১৯৯৮ সাল পর্যন্ত। পরমজিৎ সিং মিলখার সেই রেকর্ড ভাঙেন। ১৯৫৬ ও ১৯৬৪ সালের অলিম্পিক্সেও অংশ নেন মিলখা সিং। পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
COVID-19 Positive Sprint Legend Milkha Singh Hospitalised Condition Stable. His Son And Ace Golfer Jeev Milkha Singh Says That The Move Was A Precautionary Measure.