ব্রাজিলিয়া: করোনা মহামারীতে (Corona Pandemic) চরম ভয়াবহতার সম্মুখীন হয়েছিল ব্রাজিল(Brazil)। মৃত্যুর নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে সে দেশ। এখনও ব্রাজিলের কিছু প্রদেশে জারি রয়েছে নিষেধাজ্ঞা। এবার সেই করোনাবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠলো খোদ ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে। করোনাকালে (Corona) নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমায়েত করেছিলেন তিনি। আর তারই শাস্তিস্বরূপ জাইরে বলসোনারোকে (Jair Bolsonaro)জরিমানা করতে চলেছেন মারানহাও (Maranhao) প্রদেশের প্রশাসন।

মারানহাও (Maranhao) প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত শুক্রবার একটি অনুষ্ঠানে ওই প্রদেশে গিয়েছিলেন জাইরে বলসোনারো (Jair Bolsonaro)। সেখানে বহু মানুষের জমায়েত হয়। কিন্তু কারোর মুখে কোনো মাস্ক ছিল না। এমনকী, শারীরিক দূরত্বও বজায় রাখা হয়নি সেখানে। প্রেসিডেন্ট বলসোনারো নিজেও মাস্ক পরেননি। দূরত্ববিধি মানা হয়নি সেখানে। মারানহাও (Maranhao) প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইনের চোখে সকলেই সমান। তাই সরকারি নিয়ম না মানায় প্রেসিডেন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে জরিমানাও করা হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, এ নিয়ে ইতিমধ্যে প্রেসিডেন্টকে চিঠি পাঠানো হয়েছে। জবাব দিতে ১৫ দিন সময় নিয়েছে বলসোনারোর অফিস।

উল্লেখ্য ব্রাজিলের মারানহাও (Maranhao) প্রদেশে করোনা অতিসংক্রামক ভারতীয় (B.1.617) ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। ১০০ জনের বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে। মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু নিজের অনুষ্ঠানে একটি নিয়মও মানেননি প্রেসিডেন্ট। উলটে ওই প্রদেশের গর্ভনরকে ‘একনায়ক’ বলে কটাক্ষ করেছেন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭০‌ লাখ ২৯ হাজার ৮৯২ জন। করোনায় মারা গেছেন ৩৪ লাখ ৬৮ হাজার ৪৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার ৩০৮ জন।এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৯৫৪ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৩ হাজার ৮৬৬ জন। তারপরেই আছে ব্রাজিল।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.