ধীরে ধীরে বদল হবে ঝড়ের বেগ
আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়। তারপর বিভিন্ন ধাপ পেরিয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস। ফলে বিভিন্ন সময়ে ঝড়ের বেগও বিভিন্ন হবে। ২৩ মে ঝড়ের বেগ ঘন্টায় ৬৫-৭৫ কিমি হতে পারে। এরপর ২৪ মে ঝড়ের বেড়ে ঘন্টায় ৯০-১১০ কিমি হতে পারে। প্রসঙ্গত সোমবারই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ২৫ মে এই ঝড়ের বেগ ঘন্টায় ১৪৫-১৭০ কিমি হতে পারে। আর ২৬ মে তা ঘন্টায় ১৮৫ কিমিও হতে পারে। তবে স্থলভূমিতে আঘাত হানার পরে তার বেগ কমে ঘন্টায় ১২০ কিমি হয়ে যাবে। আর পরের দিন অর্থাৎ ২৭ মে তা ফের ঘন্টায় ৬৫ কিমিতে পৌঁছে যাবে।
হলুদ সতর্কতা
২৫ মে আবহাওয়া দফতর থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া ও হুগলি জেলায়।
লাল সতর্কতা
২৬ মের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে সেই দিন অতিরিক্ত বৃষ্টি হবে ঝাড়গ্রাম, মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায়। এছাড়াও অতিভারী বৃষ্টি হতে পারে নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে।
কমলা সতর্কতা
২৭ মে অর্থাৎ বৃহস্পতিবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। বলা হয়েছে অতিভারী বৃষ্টি হতে পারে মালদহ এবং দার্জিলিং-এ। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দিনাজপুর, কালিম্পং, জলপাইগুড়ি, সিকিমে। আর বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
সমুদ্র উত্তাল থাকবে
ঘূর্ণিঝড়ের কারণে স্বাভাবিক ভাবেই সমুদ্র উত্তাল থাকবে। ২৩ ও ২৪ মেতে আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং ২৪ থেকে ২৬ মে-র মধ্যে বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং উত্তর বঙ্গোপসাগর এবং ওড়িশা-পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল। যার জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৩ মে থেকে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।