আমিরশাহীতেই আইপিএল
সূত্রের খবর, করোনা ভাইরাস তুলনামূলক কম প্রভাবিত হওয়া সংযুক্ত আরব আমিরশাহীকেই স্থগিত হয়ে থাকা আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজনের দায়িত্ব দিতে পারে বিসিসিআই। ইতিমধ্যে আমিরশাহী প্রশাসন এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে এ ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের একাধিকবার কথা হয়েছে। আমিরশাহী সরকার এই দায়িত্ব নিতে রাজি হয়েছে বলে সূত্রের খবর।
কবে হতে পারে টুর্নামেন্ট
আগামী অক্টোবরে টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার কথা। তার আগেই আইপিএলের অবশিষ্টাংশ শেষ করতে বদ্ধপরিকর বিসিসিআই। ফলে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহীতে ফের বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগের আসর বসতে পারে বলে সূত্র মারফত জানানো হয়েছে।
বিসিসিআইয়ের সাধারণ সভায় সিদ্ধান্ত
করোনা ভাইরাসের জেরে ২০২০ সালেও ভারত থেকে আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতেই। ঝঞ্ঝাটহীনভাবে আইপিএল শেষ করে দৃষ্টান্ত স্থাপন করেছিল ওই দেশ। ফলে অতিমারী পরিস্থিতিতে ভারতে আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যেতেই আরও একবার টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছাপ্রকাশ করে আমিরশাহী সরকার ও সে দেশের ক্রিকেট বোর্ড। প্রার্থী তালিকায় ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার নামও অন্তর্ভূক্ত হয়। পরিশেষে বাকিদের হারিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতেই যে অনুষ্ঠিত হতে চলেছে, তা প্রায় নিশ্চিত। আগামী ২৯ মে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
কেন আমিরশাহী
একের পর এক ক্রিকেটার, সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হতেই গত ৪ জুন আইপিএল স্থগিত করে দিয়েছিল বিসিসিআই। বিকল্প ভেন্যু হিসেবে আরও একবার সংযুক্ত আরব আমিরশাহীকে বেছে নিতে চলেছে ভারতীয় বোর্ড। এর প্রথম কারণ সে দেশে করোনা ভাইরাসের আক্রান্ত ন্যূনতম রোগীর সংখ্যা এবং দ্বিতীয় কারণ সেখানকার আবহাওয়া। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আমিরশাহীতে নাতিশীতোষ্ণ পরিবেশ ক্রিকেট খেলার জন্য উপযুক্ত বলে মনে করে বিসিসিআই।
জুতো সেলাই আন্তর্জাতিক ক্রিকেটারদের, বিশ্বকাপজয়ী স্পিনার এখন কাঠের মিস্ত্রি