মুম্বই: সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) দলের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব(Suryakumar Yadav) নিজের ইন্সটাগ্রামে ‘আস্ক মি এনিথিং’(Ask Me Anything) সেশনের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালেন। ব্যক্তিগত জীবন থেকে বাইশ গজের জীবন- অনুরাগীদের প্রায় সব প্রশ্নেরই সোজাসাপ্টা জবাব দিয়েছেন ‘স্কাই'(S K Y)।

অনুরাগীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় কিছু অনুরাগী তাঁকে সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar), মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni) এবং বিরাট কোহলিকে(Virat Kohli) একটি শব্দে ব্যাখ্যা করতে বলেন। মুম্বই নিবাসী সূর্যকুমার জবাবে সচিনকে একটি শব্দে ব্যাখ্যা করে বলেন ‘ঈশ্বর’। মহেন্দ্র সিং ধোনির সম্বন্ধে বলেন ‘কিংবদন্তি’ এবং ভারত অধিনায়ক বিরাটকে বলেন ‘অনুপ্রেরণা’। এরপর সূর্যকুমারকে অনুরাগীরা তাঁর মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মাকে(Rohit Sharma) একটি শব্দে ব্যাখ্যা করতে বললে তিনি জবাব দেন ‘হিটম্যান’।

তারপর শুরু হয় ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের পালা। একজন অনুরাগী জিজ্ঞেস করেন ক্রিকেটার না হলে সূর্যকুমার কোন পেশাকে বেছে নিতেন। সূর্যকুমার জবাব দেন অভিনয়। এরপর তিনি নিজের পছন্দের ‘আন্দাজ আপনা আপনা’(Andaaz Apna Apna) ছবি থেকে আমির খানের একটি সংলাপের রিল পোস্ট করেন। প্রিয় অভিনেতা কে? প্রশ্নের উত্তরে মুম্বই ইন্ডিয়াস তারকা জবাব দেন রণবীর কাপুর।

সূর্যকুমারকে এরপর এক অনুরাগী জিজ্ঞেস করেন কেরিয়ারে এখনও পর্যন্ত সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটি। তিনি জবাব দেন ভারতের হয়ে তাঁর প্রথম ম্যাচে জোফ্রা আর্চারকে(Jofra Archer) ফাইন লেগের ওপর দিয়ে ছয় মারার মুহূর্তটি। এক অনুরাগী তাঁর ফোন নম্বর চাইলে সূর্যকুমার প্রত্যুত্তরে ‘গোলমাল’(Golmal) ছবির একটি মজাদার মিম শেয়ার করেন।

২০২০ আইপিএল(IPL) এবং চলতি বছর সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতায়(Syed Mushtaq Ali Trophy) দুরন্ত ছন্দে থাকার সৌজন্যে সূর্যকুমার দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ডাক পেয়েছিলেন। ওই সিরিজেই দেশের হয়ে অভিষেক হয় তাঁর। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে প্রথম বলেই ছয় মারেন মুম্বইকার ব্যাটসম্যান। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এই নজির গড়েন তিনি। এখনও পর্যন্ত ৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ‘স্কাই’।

২০২১ আইপিএলে(IPL 2021) ভালো শুরু করেও কয়েকটি ম্যাচে বড় রান করতে ব্যর্থ হয়েছেন তিনি। সাত ম্যাচে একটি মাত্র হাফ সেঞ্চুরি সহযোগে ১৭৩ রান এসেছে সূর্যর ব্যাট থেকে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.