করোনার থাবা এবার ক্যারিবিয়ান ক্রিকেটে। জামাইকার পেসার মারকুইনো মিন্ডলে করোনায় আক্রান্ত হতেই তড়িঘড়ি বাতিল করা হলো ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন। ক্যারিবিয়ান বোর্ড উইন্ডিজ ক্রিকেটের তরফে এ কথা জানানো হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ দল এই মুহূর্তে রয়েছে সেন্ট লুসিয়ায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের সিরিজের আগে সেখানেই প্রস্তুতি শিবির চলছে ক্যারিবিয়ানদের। তার আগেই ওয়েস্ট ইন্ডিজ দলে করোনার থাবা। ক্যারিবিয়ান বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ৪৩ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন বোর্ডের ব্যবস্থাপনাতেই।
করোনা পজিটিভ হলেও জামাইকার পেসার মিন্ডলের কোনও উপসর্গ এখনও নেই। দলের শিবির শুরুর আগে গত শুক্রবার সকলেরই নমুনা পরীক্ষা নিয়ে আরটি-পিসিআর টেস্ট করানো হয়। তাতেই মিন্ডলের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সঙ্গে সঙ্গে তাঁকে হোটেলের ঘরে আইসোলেশনে রাখা হয়েছে। উইন্ডিজ ক্রিকেটের মেডিক্যাল টিম তাঁর স্বাস্থ্যের খেয়াল রাখছেন। দুটি নেগেটিভ রিপোর্ট আসা অবধি তাঁকে এভাবেই থাকতে হবে।
মিন্ডলের রিপোর্ট পজিটিভ আসার পর ফের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নমুনা নিয়ে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সকলেই হোটেলে নিজেদের ঘরেই রয়েছেন। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে আগামীকাল থেকে অনুশীলনে নামবেন ক্রিকেটাররা। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট শুরু ১০ জুন থেকে।
ছবি- ইনস্টাগ্রাম