ফল ঘোষণার পর থেকে বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগ
এদিন এক ভিডিও বার্তায় হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, ২ মে ফল ঘোষণার পর থেকে বিজেপি কর্মীদের ওপরে হামলা করা হচ্ছে। এই হামলায় বেশ কয়েকজন কর্মীর মৃত্যু হয়েছে। মহিলাদের ওপরেও অত্যাচারের অভিযোগ করেছেন তিনি।
আক্রান্তদের পাশে দাঁড়ানো নিয়ে প্রশ্ন
এদিন তিনি প্রশ্ন তুলেছেন, একজন মহিলা হয়ে তিনি নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে থাকবেন, আর গ্রামে যেসব মহিলারা রয়েছেন, নিরাপত্তা পাচ্ছেন না, তাঁদের পাশে কীভাবে তিনি দাঁড়াবেন? এটা মানবিক দিক থেকে তিনি মেনে নিতে পারছেন না। লকেট চট্টোপাধ্যায় বলেছেন, তাঁর নিরাপত্তা সেরকম কিছু ছিল না। নির্বাচনের আগে তাঁকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল।
নিরাপত্তা ছাড়তে চান লকেট
লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, চারিদিকে বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার চলছে। ফলে তিনি যথন কর্মীদের নিরাপত্তা দিতে পারছেন না, সেই সময় এত নিরাপত্তা নিয়ে তিনি কী করবেন। লকেট চট্টোপাধ্যায় বলেছেন, তিনি সাংসদ হয়েছিলেন, মানুষের কাজ করার জন্য। তাঁর অভিযোগ মহিলারা নিরাপত্তা পাচ্ছেন না। এমন কী সন্তান সম্ভাবা মহিলাদেরও বাদ দেওয়া হচ্ছে না। তিনি অভিযোগ করেছেন, প্রচুর মহিলা আক্রান্ত। অনেকে বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে রয়েছেন। তাঁদের কাছে মুখ দেখাতে পারছেন না। তাই তিনি ঠিক করেছেন, আগে এই ধরনের মানুষের নিরাপত্তা পাক, তারপরে তিনি নিরাপত্তার কথা ভাববেন। সাধারণ মানুষই তাঁকে নিরাপত্তা দেবেন বলেও মন্তব্য করেছেন বিজেপির এই সাংসদ।
আগেই কথা বলেছিলেন
এদিন লকেট চট্টোপাধ্যায় বলেছেন, নির্বাচনের ফল বেরনোর পরে ২০ দিনের বেশি হয়ে গিয়েছে। ফল বেরনোর পরেই তিনি নিরাপত্তা ছাড়তে চেয়েছিলেন। কিন্তু তার একটা পদ্ধতি থাকে। তিনি মনে করেছেন, সময় আসুক, সাধারণ মানুষ নিরাপত্তা পাক। তিনি নিরাপত্তা ছাড়াই থাকবেন বলে জানিয়েছেন।