দেশের করোনা গ্রাফ খানিকটা স্বস্তি ফেরাচ্ছে! দৈনিক সুস্থতা ৩ লাখের উপর, আক্রান্ত আড়াই লাখের কম

করোনার জেরে দেশে আড়াই লাখের নিচে দৈনিক আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও নেমেছে। রবিবার সকালে ২৩ মে ভারতের করোনা গ্রাফে এই পরিসংখ্যান স্ববভাবতই স্বসতি ফিরিয়েছে। শুধু তাই নয়, দৈনিক সুস্থতার সংখ্যাতেও এসেছে বৃদ্ধি ট্রেন্ড।

আশার আলো

সর্বোচ্চ স্পাইক আপাতত দৈনিক ৪ লাখের ঘরে রেখে করোনার জেরে ভারতে আক্রান্তের সংখ্যা দৈনিক পরিসংখ্যানে নেমে এল আড়াই লাখের নিচে। এর আগে 'সূত্র' মডেল অনুযায়ী আইআইটি কানপুরের অধ্যাপক মণীন্দ্র আগরওয়ালের দাবি ছিল যে করোনার দ্বিতীয় স্রোত জুলাই মাস পর্যন্ত ভারতে স্থায়ী হবে। এদিকে, এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই নিম্নমুখী দেশে। গত কয়েকদিন যেমন মৃতের সংখ্যা ৪ হাজার পার করেছে, সেদক থেকে দেখতে গেলে রবিবার ২৩ মের রিপোর্ট বলছে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনার জেরে ৩,৭৪১ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টার রিপোর্ট

গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৪০,৮৪২ জন। সুস্থ হয়ে করোনা জয় করেছেন ৩,৫৫,১০২ জন। দেশে এই মুহূর্তে ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৯,৫০,০৪,১৮৪ জনকে। ২৩ মের রিপোর্ট বলছে দেশে অ্যাক্টিভ কেস ২৮,০৫,৩৯৯ জন।

দেশে কোভিড সংক্রমণের হার

দেশে শেষ ২৪ ঘণ্টায় কোভিডের সংক্রমণের হার কমেছে বলে দেখা যাচ্ছে। ১১.৩৪ শতাংশ এই সংক্রমণের হার কমেছে। এপর্যন্ত গোটা দেশে সংক্রমণ ৮.০৭ শতাংশ।

ব্ল্যাক ফাঙ্গাসের থাবা অব্যাহত

দেশে করোনার প্রকোপে খানিকটা রাশ আসলেও, হু হু করে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস। এপর্যন্ত দেশে ৮ হাজার জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। শুধুমাত্র ২০০০ জনই এই রোগে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। রাজস্থানে ৭০০ জন, মধ্যপ্রদেশে ৭২০ জন আক্রান্ত হয়েছেন এই মারণ রোগে।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
India Reports 3,55,102 people discharged from Covid in last 24 hours, 23 May Corona report at a glance