অসমে জঙ্গি দমনে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। পুলিশ সূত্রে খবর, রবিবার নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম ডিমাসা ন্যাশানাল লিবারেশেন আর্মির ছয় সদস্য। পুলিশ সূত্রে খবর, রবিবার অসমের কার্বি আলং জেলা অভিযান চালায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা। প্রচুর অস্ত্রও তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে।
খেলা ঘুরবে! করোনা যুদ্ধে ভারতের 'ন্যাজাল ভ্যাকসিন' নিয়ে আশাবাদী হু
জানা গিয়েছে, বছর দুয়েক আগে তৈরি হয়েছিল ডিএনএলএ। ডিমাসা জনজাতির জন্য আলাদা সার্বভৌম রাষ্ট্র করার দাবিতে তারা আন্দোলনে নামে। এমনকী সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল সূত্রে খবর, ডিমাসা ন্যাশানাল লিবারেশেন আর্মি ইতিমধ্যেই তথাকথিত সরকার তৈরির কথাও জানিয়েছ।