আক্রান্ত ২০০০–এর বেশি ও মৃত ২৫০ জন, ব্ল্যাক ফাঙ্গাসের হটস্পট গুজরাত

করোনা কালে নতুন করে বিপদের সঙ্কেত দিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউর্কোমাইকোসিস। দেশের প্রায় অধিকাংশ রাজ্যেই এই সংক্রমণ দেখা দিয়েছে। বিশেষ করে করোনায় সুস্থ হয়ে ওঠার পর রোগীদের এই ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের মুখোমুখি হতে হচ্ছে। দেশের মধ্যে গুজরাতেই এই ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ সবচেয়ে বেশি দেখা দিয়েছে। ইতিমধ্যেই ২ হাজারের ওপর ব্ল্যাক ফাঙ্গাসের কেস ও ২৫০ জনের মৃত্যুর রিপোর্ট হওয়ার পর গুজরাতকে ব্ল্যাক ফাঙ্গাসের হটস্পট রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে।


শুধু তাই নয়, গুজরাত সরকার এই সংক্রমণকে মহামারি বলে ঘোষণা করেছে এবং মহামারি ব্যাধি আইনে এটা উল্লেখযোগ্য রোগ বলে জানানো হয়েছে। কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী গুজরাতে বর্তমানে ২,২৮১টি মিউর্কোমাইকোসিসের রোগী রয়েছেন, যা দেশের যে কোনও রাজ্যের চেয়ে সর্বাধিক। এখনও পর্যন্ত এই রোগে মৃত্যু হয়েছে ২৫০ জনের। বৃহস্পতিবারই কোর কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী বিজয় রূপানির উপস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সংক্রমণের মোকাবিলা করার জন্য আহমেদাবাদ, সুরাত ও রাজকোটের সরকারি হাসপাতালে বিশেষ ওয়ার্ড খোলা হয়েছে। আহমেদাবাদের সরকারি হাসপাতালেপ্রায় সব বেডই দখল হয়ে গিয়েছে এবং জরুরি চিকিৎসার প্রয়োজন এন রোগীর সংখ্যাও বাড়ছে।

বৃহস্পতিবার তিনটে শহরের চারটে সরকারি হাসপাতালে, আহমেদাবাদ সরকারি হাসপাতাল, এসএসজি হাসপাতাল ও জিএমইআরএস গোত্রী ভদোদরা ও রাজকোটের পিডিইউ হাসপাতালে ৯৮০ জনের বেশি ব্ল্যাক ফাঙ্গাস রোগের চিকিৎসা চলছে।

ব্যবহৃত মাস্ক ধুয়ে নিয়ে পরছেন তো! ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে একাধিক সতর্কবার্তা বিশেষজ্ঞদের ব্যবহৃত মাস্ক ধুয়ে নিয়ে পরছেন তো! ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে একাধিক সতর্কবার্তা বিশেষজ্ঞদের

বুধবার রাজস্থানে একশোর কাছাকাছি ব্ল্যাক ফাঙ্গাস রোগ ধরা পড়ায় এ রাজ্যে সরকারও এই সংক্রমণকে মহামারি ব্যাধি অ্যাখা দিয়েছে। গুজরাত, রাজস্থান ছাড়াও ব্ল্যাক ফাঙ্গাস রিপোর্ট হয়েছে দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাকণ্ড, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গনা থেকে। রাজস্থানই প্রথম এই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি বলে অ্যাখা দেয়, এরপর তেলেঙ্গনাও একই পথ অনুসরণ করে।

More GUJRAT News  

Read more about:
English summary
gujarat emerges as a hotspot for mucormycosis