শতরানে অপ্রতিরোধ্য বিরাটের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন ওয়ার্নার, ভাইরাল পোস্ট

বিরাট কোহলিই যে এ প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান, তা মেনে নিলেন ডেভিড ওয়ার্নার। অন্তত শতরানের সংখ্যায় ভারত অধিনায়কের সমান সমান হওয়ার সম্ভাবনা এ যুগের অন্য কোনও ব্যাটসম্যানের নেই বলেও দাবি করেছেন অস্ট্রেলিয় ওপেনার। সে তালিকায় নিজেকেও অন্তর্ভূক্ত করেছেন ওয়ার্নার। বলেছেন ওই একটা জায়গাতেই সবাই অনেকটাই পিছিয়ে।

ওয়ার্নারের পোস্ট

নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে একটি দুর্দান্ত পোস্ট করেছেন ডেভিড ওয়ার্নার। বর্তমানে ক্রিকেট বিশ্ব কাঁপানো ব্যাটসম্যানদের মধ্য শতরানের সংখ্যায় এগিয়ে থাকা দশ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছেন অস্ট্রলিয়ার ওপেনার। যেখানে রথী-মহারথীদের পাশে জায়গা করে নিয়েছেন ডেভিডও। বিরাটের ঠিক পিছনেই রয়েছেন তিনি।

শতরান সংখ্যায় এগিয়ে বিরাট কোহলি

ভারতের হয়ে ৯১টি টেস্ট, ২৫৪টি ওয়ান ডে ও ৯০টি টি২০ ম্যাচ খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭৪৯০, ১২১৬৯ ও ৩১৫৯ রান করেছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে তাঁর শতরান সংখ্যা ৭০। এই পরিসংখ্যানে বর্তমানে ক্রিকেট বিশ্ব কাঁপানো কোনও ব্যাটসম্যান ভারত অধিনায়কের ধারেকাছে নেই। সবমিলিয়ে মোট আন্তর্জাতিক শতরান সংখ্যায় কিংবদন্তি সচিন তেন্ডুলকর (১০০) ও রিকি পন্টিংয়ের (৭১) পরেই বিরাটের স্থান।

সাগর রানাকে খুনের মুহুর্তে ছত্রসলেই ছিলেন, পুলিশি জেরায় সুশীলের স্বীকারোক্তিসাগর রানাকে খুনের মুহুর্তে ছত্রসলেই ছিলেন, পুলিশি জেরায় সুশীলের স্বীকারোক্তি

শতরান সংখ্যায় দ্বিতীয় ওয়ার্নার

অস্ট্রেলিয়ার হয়ে ৮৬টি টেস্ট, ১২৮টি ওয়ান ডে ও ৮১টি টি২০ ম্যাচ খেলা ডেভিড ওয়ার্নার তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭৩১১, ৫৪৫৫ ও ২২৬৫ রান করেছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে তাঁর শতরান সংখ্যা ৪৩। এই পরিসংখ্যানে বিভিন্ন দলের হয়ে খেলে চলা ব্যাটসম্যানদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অজি ওপেনার। তালিকার তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে ক্রিস গেইল (৪২), রোহিত শর্মা (৪০), রস টেলর (৪০), স্টিভ স্মিথ (৩৮), কেন উইলিয়ামসন (৩৭), জো রুট (৩৬), শিখর ধাওয়ান (২৪), ফ্যাফ ডুপ্লেসি (২৩)।

ধরাছোঁয়ার বাইরে বিরাট

এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় না জানানো ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির ধারাকাছেও যে কোনও ব্যাটসম্যান নেই, তা মেনে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। এই ক্ষেত্রে ভারত অধিনায়ককে ধরা সম্ভব নয় বলেও স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলিয় ওপেনার।

More VIRAT KOHLI News  

Read more about:
English summary
Australian opener David Warner admits Team India captain Virat Kohli's talent
Story first published: Sunday, May 23, 2021, 17:58 [IST]