করোনা আবহে জুলাইতে হতে পারে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, চূড়ান্ত ঘোষণা ১ জুন

সিবিএসই বোর্ড পরীক্ষা নিয়ে কেন্দ্র–রাজ্য বৈঠকে মিলল সমাধান। করোনার দ্বিতীয় আবহের মধ্যেই সিবিএসই ২০২১ সালের বোর্ড পরীক্ষা হবে, তা কোনওভাবেই বাতিল নয় এবং গত বছরের মতো কোভিড বিধি মেনে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাসে। রবিবার কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে উচ্চ–পর্যায়ের বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল এ বিষয়ে আরও তথ্য জানাবেন এবং সিবিএসই–এর দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার সময়সূচিও ১ জুন জানানো হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দ্বাদশের পরীক্ষা অবজেক্টিভ টাইপ পেপারের মাধ্যমে হবে। বৈঠকের পর মনে করা হচ্ছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা হতে পারে। এই বৈঠকে ১৯ টি প্রধান বিষয়ে সিবিএসই বোর্ড পরীক্ষা দেওয়ার বিকল্প নিয়ে আলোচনা করা হয়েছে এবং একাধিক রাজ্য থেকে সমর্থন মিলেছে। অন্যান্য বিষয় পরীক্ষা নেওয়ার জন্য ভিন্ন উপায় খোঁজা হচ্ছে। এই বৈঠকে এও সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রধান বিষয়ের পরীক্ষাগুলির সময়সীমা তিন ঘণ্টার পরিবর্তে কমিয়ে দেড় ঘণ্টা করা হোক এবং তা স্কুলেই নেওয়া হোক। রাজ্যগুলিকে এ বিষয়ে তাদের মতামত জানাতে বলা হয়েছে। অন্যদিকে, দিল্লি এবং মহারাষ্ট্রের তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে তারা পরীক্ষা নেওয়ার কথা ভাবছেই না। অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে পাশ, ফেলের বিচারের পক্ষে তারা।

কোভিড বিধি না মানায় এক ব্যক্তিকে থাপ্পড়, ছত্তিশগড়ে অপসারিত জেলা শাসককোভিড বিধি না মানায় এক ব্যক্তিকে থাপ্পড়, ছত্তিশগড়ে অপসারিত জেলা শাসক

গত এপ্রিল মাসেই সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। তার পর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। দেশে ক্রমাগত করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার জেরে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকরা টুইটারে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা নিয়ে সরব হয়েছিলেন। রবিবারের এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, শিশু ও নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। বৈঠক শেষে রাজনাথ সিং বলেন, 'এই বৈঠক শুধু পরামর্শ আদান প্রদানের বৈঠক ছিল। যা প্রস্তাব উঠে এসেছে, তা নিয়ে আরও উঁচু পর্যায়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীকেও জানানো হবে। নির্ধারিত ১ জুন বিষয়টি নিয়ে পর্যালোচনা হবে। তার পরেই পরীক্ষার দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত হবে।’

Covid 19 Update : দক্ষিণ ২৪ পরগনাঃ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২২২ জন

More CORONAVIRUS News  

Read more about:
English summary
The CBSE Class XII board exam may be held in July, according to the center