দাপট অব্যাহত রেখেই ১১ বছর পর ইতালির লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলান

দাপট অব্যাহত রেখেই ইতালিয়ান লিগ সেরিয়ে আ বা সিরি এ-তে চ্যাম্পিয়ন হলো ইন্টার মিলান। আজ উদিনেসেকে শেষ ম্যাচে ৫-১ গোলে চূর্ণ করে। ২০০৯-১০ মরশুমে শেষবার এই খেতাব জয়ের ১১ বছর পর ফের চ্যাম্পিয়ন ইন্টার। এটি তাদের ১৯তম সিরি এ খেতাব।

খেতাব জয় নিশ্চিত হয়ে গিয়েছিল চলতি মাসের গোড়াতেই। তবে ট্রফি হাতে পেতে আজকের দিনটার জন্যই অপেক্ষা ছিল। সেই ম্যাচেও দাপুটে জয় ছিনিয়ে নিল ইন্টার। ৮ মিনিটে অ্যাশলে ইয়ং ইন্টারকে এগিয়ে দেন। ৪৪ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসনের গোলের সুবাদে প্রথমার্ধে ২-০ গোলে ইন্টার এগিয়ে ছিল। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান লৌতারো মার্তিনেজ। ৬৪ মিনিটে ইভান পেরিসিচের গোল। ৭১ মিনিটে ইন্টারের পঞ্চম গোলটি করে রোমেলু লুকাকু। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান রবার্তো পেরেইরা।

It's our time again. 🏆🙌#IMScudetto #FORZAINTER ⚫️🔵 pic.twitter.com/Yghy5yhkLa

— Inter 🏆🇮🇹 (@Inter_en) May 23, 2021

খেলা দেখতে এক হাজার জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। স্টেডিয়ামের বাইরে সাড়ে চার হাজার দর্শকের জন্য খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। দল আসার আগে থেকেই পতাকা নিয়ে রঙিন সাজে সজ্জিত হয়ে আসতে শুরু করেছিলেন সমর্থকরা। এগারো বছর পর খেতাব জয়ের খরা মিটতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা।

Goosebumps. #IMScudetto #FORZAINTER ⚫️🔵 pic.twitter.com/wloGzjbiBd

— Inter 🏆🇮🇹 (@Inter_en) May 23, 2021

More SERIE A News  

Read more about:
English summary
Inter Milan Gets Serie A Title Party Started By Beating Udinese 5-1. Inter's First Serie A Title In 11 Years
Story first published: Sunday, May 23, 2021, 23:06 [IST]