দেরাদুন: রাজস্থানের পর এবার উত্তরাখণ্ড সরকারও মিউকরমায়োসিস (mucormycosis) বা ব্ল্যাক ফাঙ্গাসকে (black fungus) মহামারী হিসেবে ঘোষণা করল উত্তরাখণ্ড। স্বাস্থ্য সচিব পঙ্কজ কুমার জানিয়েছেন, রাজ্যে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রের গাইডলাইন মেনে রাজ্য সরকার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী আইন, ১৮৯৭ (Epidemic Act, 1897) এর আওতায় ফেলা হয়েছে। শনিবার উত্তরাখণ্ডে ৬৪ জন মিউকরমায়োসিসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। পান্ডে জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাসকে চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য রোগ হিসাবে ঘোষণা করা হয়েছে। কারণ অনেকেই করোনা সংক্রমণের পরে এই রোগে আক্রান্তে হচ্ছেন। আইন দ্বারা সরকারী কর্তৃপক্ষকে জানাতে একটি উল্লেখযোগ্য রোগের প্রয়োজন। তথ্য সংগ্রহ কর্তৃপক্ষকে রোগ পর্যবেক্ষণ করতে দেয় এবং সম্ভাব্য প্রাদুর্ভাবের প্রাথমিক সতর্কতা সরবরাহ করে।

শনিবার রাজ্য সরকার একটি SOP জারি করে। সেখান ব্ল্যাক ফাঙ্গাস রোগীদের চিকিৎসার জন্য আম্ফোটেরিসিন বি ওষুধের ব্যবহারের কথা বলা হয়। অ্যামফোটেরিকিন বি কেবলমাত্র সরকারি মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পাওয়া যাবে। এছাড়া কোভিড হাসপাতালগুলিতেও এই ওষুধ সরবরাহ করা হবে। কিন্তু প্রতি ক্ষেত্রে রোগীর অবস্থা সংক্রান্ত বিস্তারিত বিবরণ দিতে হবে।

রাজ্যে-রাজ্যে ক্রমেই চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ (Infection) । করোনা অতিমারীর আবহে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকারেরও (Central Govt) । রাজস্থানে একশোরও বেশি মানুষের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। পরিস্থিতি নিয়ে ঘোর উদ্বেগে রাজস্থান সরকার (Rajasthan Govt) । ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ রাজ্যে মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকেও ‘মহামারী’ (Pandemic) হিসেবে ঘোষণা করেছে রাজস্থান সরকার। রাজস্থানের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জেলায় ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সংক্রমণে লাগাম টানার চেষ্টা। মারণ করোনার (Corona Virus) সংক্রমণে এমনিতেই বিপর্যস্ত মরুরাজ্য রাজস্থান। করোনার সংক্রমণ হু হু করে ছড়াচ্ছে রাজস্থানে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। তার উপর গোদের উপর বিষফোড়ার মতো দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.