নয়া দিল্লিঃ করোনা (Covid 19) মহামারীর এই কঠিন সময় বলিউড তারকাদের বিদেশে ছুটি কাটাতে যাওয়া নিয়ে আবারও উঠল গুঞ্জন। বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনু কাপুর (Annu Kapoor) কড়া ভাষায় নিন্দা করলেন। প্রশ্ন তুললেন দেশের এমন একটা কঠিন সময় বলিউড তারকারা কীভাবে পারেন বিদেশে ছুটি কাটাতে যেতে? কেবল তাই নয় ছুটি কাটানোর আনন্দঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা নিয়েও কড়া ভাষায় মন্তব্য করেছেন অনু কাপুর।

এই প্রবীণ অভিনেতা বরাবর সমাজ মাধ্যমে নিজের স্পষ্ট বক্তব্য রেখে এসেছেন। নিজের সোজাসাপটা বক্তব্য পেশ করার জন্যেও বলিউডে তার বেশ খ্যাতি রয়েছে। নিজের মতামত, দৃষ্টিভন্তি সকল কিছুই নির্ভয়ে তিনি তুলে ধরেন। করোনা ভাইরাসের (Corona Virus) সঙ্গে লড়ছে সমগ্র দেশবাসী। পর মুহূর্তেই কার মৃত্যু লেখা আছে তা বোঝা দায়। কান পাতলেই শোনা যাচ্ছে মৃত্যু শোকে কান্নার আওয়াজ। অক্সিজেনের জন্যে কাতর হাহা কার। এই সব কিছুর মাঝেই তারকারা বেরিয়ে পড়ছেন বিদেশে ছুটি কাটাতে। তারকাদের ছুটি কাটাতে যাওয়ার প্রসঙ্গেই সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনু কাপুর বলেছেন, ছুটি কাটাতে যেতেই পারে তারকারা। কিন্তু ছুটি কাটানোর সেই সকল মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখনদারির প্রয়োজন নেই। তারকাদের সাধারণ মানুষের প্রতি আরও বেশি অনুভূতিশীল হওয়ার প্রয়োজন রয়েছে।

তারকাদের বিদেশে ছুটি কাটানোর ছবি গুলির সঙ্গে অভিনেতা আনাহারে থাকা মানুষের দেখিয়ে দেখিয়ে বড়লোকদের দামি খাবার খাওয়ার তুলনা টেনেছেন। তিনি আরও বলেছেন, তারকাদের সামর্থ্য আছে, তাদের পয়সা আছে, তারা বেড়াতে যাচ্ছে, তাদের সুন্দর চেহারার গঠন আছে। তার মানে তো এই নয় যে, এমন একটা কঠিন সময়ে সেগুলি প্রদর্শন করতে হবে। তিনি কেবল তারকাদের সমালোচনা করেছেন তা নয়। একই সঙ্গে সেই সমস্ত মানুষদেরও সমালোচনা করেছেন, যারা এই সময়েও তারাকদের ওই সকল ছুটি কাটানোর ছবি গুলির প্রতি আগ্রহ দেখান। তিনি মনে করেন, তালি তো কখনও এক হাতে বাজে না। ভক্তরা দেখতে আগ্রহ প্রকাশ করেন বলেই তারকারা নিজেদের জীবন তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়।

বলিউড তারকাদের ছুটি কাটানো এবং সেই ছবি ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করা নিয়ে আগেও নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui), শ্রুতি শেঠ (Shruti Seth) তারকাদের তীব্র নিন্দা করেছিলেন। প্রসঙ্গত, দিশা পাটনি, টাইগার শ্রফ, আলিয়া ভাট, রণবীর কাপুর আরও একাধিক তারকা করোনা মহামারীতে (Pandemic) মালদ্বীপে (Maldives) ছুটি কাটিয়ে এসেছেন। এবার এই বিষয়ে সরব হয়েছেন অনু কাপুর। বলিউডে ৩০ বছর ধরে অভিনয় করছেন তিনি। এইবছর ‘Chehre’ ছবিতে তাকে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে আরও রয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং ইমরান হাসমি (Emraan Hashmi)।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.