করোনায় সংক্রমণের সংখ্যা কমলেও ভয় বাড়াচ্ছে মৃত্যুর হার, বাংলায় উদ্বেগে রেখেছে বেশ কয়েকটি জেলার পরিস্থিতি

শুক্রবার ১৯ ৮৪৭, শনিবার ১৮৮৬৩, রবিবার ১৮ ৪২২। গত তিনদিনে এইভাবেই কমছে রাজ্যে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা। যা আগের সপ্তাহের থেকেও অনেকটাই কম। তবে মৃত্যুর সংখ্যাই ভয় ধরাচ্ছে। গত বেশ কয়েকদিন ধরে মৃত্যুর সংখ্যা দেড়শোর ওপরেই রয়েছে। গত ২৪ ঘন্টায় ১৫৬ জনের মৃত্যু হয়েছে। তবে সুস্থতার হারও বেড়েছে, সেটাই আশার কথা। শুক্রবার এবং শনিবার যেখানে সুস্থতার হার ছিল যথাক্রমে ৮৮.১১% এবং ৮৮.৩২ %, সেখানে এদিন সুস্থতার হার ৮৮.৫৭%।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ১২,৬৭, ০৯০

রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮,৪২২ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১২,৪৮, ৬৬৮ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৩০, ৫২৫ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১১, ২২, ২০১ জন। গত ২৪ ঘন্টায় ১৯, ৪২৯ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায়(৪,০৩৬)। তারপরেই রয়েছে কলকাতা (৩৬৯৭)। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (১২৩৮) ও হুগলি ( ১১৮৬) ।

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়, তারপর রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৩০৫৬ (৩২৮০) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২১৩ (১৮২), কোচবিহারে ২৫৬ (২৩৪) , দার্জিলিং ৭৩১ (৬৮১), কালিম্পং ৫৪ (৯২) , জলপাইগুড়ি ৬৬২ (৫০৬), উত্তর দিনাজপুরে ১৮০ (২৫৫), দক্ষিণ দিনাজপুরে ১৯২ ( ১৮১), মালদহ ১৬৪ (১৬২), মুর্শিদাবাদে ১৭৫ (৩৩২), নদিয়া ১০৯৫ (১০৯৬), বীরভূম ৩৮৫ (৩৮৪), পুরুলিয়া ৮৭ (৮৫), বাঁকুড়ায় ৭৪৯ (৭৭৫), ঝাড়গ্রাম ১৮৩ (১৭৬), পশ্চিম মেদিনীপুর ৬১৫ ( ৮১৩), পূর্ব মেদিনীপুর ৭৮০ (৯৩৭), পূর্ব বর্ধমান ৬১২ (৫৪৯), পশ্চিম বর্ধমান ৬৬৩ (৫৯৯), হাওড়া ১২৩৯ ( ১২৩৬), হুগলিতে ১৩১২ (১২১০), উত্তর ২৪ পরগনায় ৩৭৭১ (৩৮৭৬), দক্ষিণ ২৪ পরগনায় ১২৪৮ ( ১২২২) জন আক্রান্ত হয়েছেন।

সুস্থতার হার বাড়ছে

শনিবারের থেকে রবিবার সুস্থতার হার সামান্য বেড়েছে। শুক্রবার এবং শনিবার সুস্থতার হার ছিল যথাক্রমে ৮৮.১১% এবং ৮৮.৩২ %। রবিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৮.৫৭%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৮.৩০%। সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.১৩ %-এ।

মৃত্যু হয়েছে ১৫৬ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৫৬ জনের। শনিবার ১৫৪ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার মৃত্যু হয়েছিল ১৫৯ জনের এদিন মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১৪, ৩৬৪-তে।

কলকাতায় মৃত্যু হয়েছে ৪১৯১ জনের

এদিন যে ১৫৬ জনের মৃত্যু হয়েছে রাজ্য, তাঁদের মধ্যে ৪৬ কলকাতার বাসিন্দা। ৪৬ জন উত্তর ২৪ পরগনায়, ১০ জন মুর্শিদাবাদে, ৮ জন দক্ষিণ ২৪ পরগনা, ৬ জন করে দার্জিলিং-বীরভূম-হাওড়ায় এবং ৭ জন করে হুগলি-বাঁকুড়ায়। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৪১৯১ জনের।

স্যাম্পেল পরীক্ষা

এদিন সারা রাজ্যে ৬৯, ১৪৫ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। শনিবার পরীক্ষা করা হয়েছিল ৭০, ০১৯ টি স্যাম্পেল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ১, ১৯, ২৫, ৫৬১ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ১০.৬২ %।

কর্মীদের মনোবল ভাঙতে পারে, 'দলবদলু'দের কড়া বার্তা দিয়ে সময় বাঁধলেন সৌগতকর্মীদের মনোবল ভাঙতে পারে, 'দলবদলু'দের কড়া বার্তা দিয়ে সময় বাঁধলেন সৌগত

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Less people are infected than previous day with Coronavirus on twenty third May in West Bengal, wellness increases
Story first published: Sunday, May 23, 2021, 20:17 [IST]