উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘন্টায় অর্থাৎ সোমবার, মঙ্গলবার এবং বুধবারে উত্তরবঙ্গের কোনও জেলাতেই সেরকম কোনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে ২৭ ও ২৮ মে অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পুরবর্তী দু-তিন দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ও বয়ে যাবে। মঙ্গলবার বিকেলের দিক থেকে বৃষ্টি এবং ঝড়ের বেগও ক্রমশ বাড়তে থাকবে। আর বুধবারে কোনও জায়গায় অতিরিক্ত আবার কোনও জায়গায় অতিভারী, কোনও জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। যেসব জেলায় এদিন অতিরিক্ত বৃষ্টি হবে, সেই জেলাগুলি হল ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া ও হুগলি জেলায়। অন্যদিকে, আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দু-তিন দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সতর্কবার্তা
ইতিমধ্যেই আবহাওয়া দফতর থেকে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে মঙ্গলবার থেকে ঝড়ের বেগ বাড়বে। ওই দিন বৃষ্টির পরিমাণও বাড়বে। যার জন্য ওইদিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২৬ মে, যেদিন ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, সেদিনের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আর পরেরদিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৮.১ (৩৬.৬)
বালুরঘাট ৩১ (৩০.৮)
বাঁকুড়া ৩৭.৩ (৩৫.১)
ব্যারাকপুর ৩৭.৪ (৩৬.৮)
বহরমপুর (৩৭.৪)
বর্ধমান ৩৮.৪ (৩৮)
ক্যানিং ৩৭.৬ (৩৮)
কোচবিহার ৩৬.৯ (৩৪.৩)
দার্জিলিং ২১ (২৪.৪)
দিঘা ৩৮ (৩৬.২)
কলকাতা ৩৭.৬ (৩৬.৪)
মালদহ ৩৭.২ (৩৫)
পানাগড় ৩৮.১ (৩৬.২)
পুরুলিয়া ৩৮.৩ (৩৪.৭)
শিলিগুড়ি ৩৭.১ (৩৫.৭)
শ্রীনিকেতন ৩৭.৪ (৩৭.২ )